বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) প্রথমবারের মতো চালু হলো শিশু দিবা যত্ন কেন্দ্র। এর প্রধান কার্যক্রম হলো মায়ের অনুপস্থিতিতে দিনের বেলায় শিশুকে প্রতিপালন এবং তাদের প্রাথমিক ও প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদান।
সোমবার (২৯ জানুয়ারি) বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব, উপ-উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, ট্রেজারার ড. মোবারক হোসেন, রেজিস্ট্রার মো. দলিলুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রায় অর্ধশত শিক্ষক-শিক্ষিকা শিশুদের উপস্থিতিতে মেডিকেল সেন্টারের নিচতলায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও শিশু ডে কেয়ার সেন্টার গঠনের সদস্য জাকিয়া সুলতানা মুক্তা বলেন, ‘আমাদের দীর্ঘদিনের চাওয়া ছিল নারীবান্ধব তৈরি করা। আমরা বেশ কয়েকজন নারী সহকর্মী আলাপ-আলোচনা করি। আমরা সহকর্মীদের বোঝাতে পেরেছি এবং একসময় প্রশাসনকেও বোঝাতে পেরেছি। প্রশাসনকে দীর্ঘ ৬-৭ বছর বলার পর আজকে ডে-কেয়ার সেন্টার চালু হয়েছে। এটা সফল হোক এটাই আমার চাওয়া।
সার্বিক উদ্বোধন ও শিশু ডে কেয়ার সেন্টারের সার্বিক পরিকল্পনা নিয়ে বশেমুরবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী-কর্মকর্তাদের ছেলে-মেয়ে আছেন। তাদের যত্ন নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ভেতরেই ভালো পরিবেশ থাকলে সুবিধা হয়। আমরা দেরিতে হলেও এটা শুরু করে ফেলেছি। এখানে বাচ্চা-কাচ্চা আগে এত ছিল না, এখন হচ্ছে।’
উল্লেখ্য, শিক্ষক ও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ডে-কেয়ার সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়। এ সেন্টারে বিশেষভাবে রয়েছে মাতৃদুগ্ধ পান করানোর স্থান। শিশুদের জন্য রয়েছে বিভিন্ন খেলনা সামগ্রী, বিশ্রামের স্থান, মিনি ডাইনিং ও রান্নার জন্য কিচেন।
মন্তব্য করুন