সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজার দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই ব্যস্ত সময় কাটাচ্ছে প্রতিমা শিল্পীরা। একইসঙ্গে আলোকসজ্জা ও প্যান্ডেল তৈরিতেও কোথাও কোথাও পূজার ব্যস্ততা শুরু হতে দেখা যায়।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী মতলবের বিভিন্ন স্থান ঘুরে এমন প্রস্তুতি দেখা যায়। আগামী ১৪ ফেব্রুয়ারি শাস্ত্রীয় মতে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা অঞ্জলি প্রদান ও ধর্মীয় আরাধনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।
মতলবের শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত মনোরঞ্জন পাল বলেন, এবার অন্যান্য বছরের চেয়ে প্রতিমা তৈরির কাজ বেশি পেয়েছি। দ্রুত কাজগুলো সমাপ্ত করতে পারাটাই বড় চ্যালেঞ্জ। আমিসহ আরও একটি স্থান মিলিয়ে প্রায় তিন শতাধিক প্রতিমা এবার তৈরি করব। বড় প্রতিমা বাদে ছোটগুলো দেড় হাজার থেকে সর্বোচ্চ ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত দাম ধরা হবে।
এ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন সাহা বলেন, বিভিন্ন স্কুল-কলেজ ও পাড়া-মহল্লার ক্লাবের উদ্যোগে এবং বাসা-বাড়িতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি কোনো ধরনের বাধা-বিপত্তি ছাড়াই শান্তিপূর্ণভাবে ঢাক-ঢোলের তালে উৎসবমুখর পরিবেশেই পূজা সম্পন্ন হবে।
এ বিষয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ থানার ওসি রিপন বালা বলেন, সরস্বতী পূজাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। এ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল পুলিশ মোতায়েন থাকবে।
মন্তব্য করুন