চুয়েট প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

দীর্ঘ ৮ বছর পর নতুন উপ-উপাচার্য পেল চুয়েট

চুয়েটের নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ ও তার নামে জারি করা প্রজ্ঞাপন। ছবি : সংগৃহীত
চুয়েটের নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ ও তার নামে জারি করা প্রজ্ঞাপন। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ও মেকাট্রনিকস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. জামাল উদ্দিন আহমেদ। তিনি আগামী চার বছর উপ-উপাচার্যের দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন ২০০৩ এর ১২ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তাকে উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে পাঁচটি শর্তে নিয়োগ দেওয়া হলো।’

শর্তগুলোর মধ্যে রয়েছে, প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তার এ নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর হবে; প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং প্রো-ভাইস চ্যান্সেলর পদের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন; তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন; মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

সর্বশেষ ২০১৩ সালের ৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পান চুয়েটের বর্তমান উপাচার্য ড. রফিকুল আলম। এর তিন বছর পর সাবেক উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলমের ভিসি হিসেবে চার বছরের মেয়াদ পূর্ণ হওয়ায় ২০১৬ সালের ১৫ এপ্রিল থেকে চুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন শুরু করেন অধ্যাপক রফিকুল আলম। একই মাসের ২৭ এপ্রিল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য হিসেবে প্রথমবারের মতো নিয়োগ পান ড. রফিকুল আলম। এরপর প্রায় ৮ বছর অতিবাহিত হলেও উপ-উপাচার্য পদ শূন্য থাকে।

অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ তার অনুভূতি ব্যক্ত করেন এবং আল্লাহর কাছে ধন্যবাদ জানান। তিনি উক্ত দায়িত্ব পাওয়ার পর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও চুয়েটের উপাচার্যকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, দায়িত্বে না থাকার কারণে হয়তোবা অনেক সমস্যা সম্পর্কে জানতে পারতাম না এখন তা জানতে পারব এবং তা সমাধানে কাজ করতে পারব। শিক্ষার্থীদের অনেক অভিযোগ ও প্রয়োজন অনুযায়ী প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করতে পারব। সকলকে নিয়ে কাজ করবো।

উল্লেখ্য, অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ ১৯৯৯ সালে চুয়েটে যোগদান করেন। যন্ত্রকৌশল, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং প্রতিটি বিভাগেই বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন বিভিন্ন সময়ে। এ ছাড়া অনেক সামাজিক সংগঠন এবং চুয়েটে বিভিন্ন সংগঠনের অ্যাডভাইজার হিসেবে আছেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া জেলার এ কৃতী সন্তান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারস, বাংলাদেশে (আইইবি) সেমিনার কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহীতে পৌঁছেছেন তারেক রহমান

মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ে: ফারিয়া

বাসে নির্বাচনী প্রচারণা শুরু জামায়াতের

বিএনপির জনসভায় জনস্রোত, মিছিল-স্লোগানে উত্তাল রাজশাহী

রণবীর সিংয়ের বিরুদ্ধে এফআইআর, অভিযোগ গুরুতর

অবৈধ অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

সফলভাবে অনুষ্ঠিত হলো সুপার বোর্ড পার্টনার্স ফেস্টিভ্যাল

কঠিন শর্তের বেড়াজালে দীপিকা; ‘কল্কি’র সিক্যুয়েলে থাকছেন সাই পল্লবী!

আলজাজিরাকে ডা. শফিক / নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না

১০

নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রশাসন ব্যর্থ : খেলাফত মজলিস

১১

পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

১২

জাহাজ বিল্ডিংয়ে জঙ্গি নাটক / শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

১৩

জাতিসংঘের কার্যালয় গুঁড়িয়ে দিল ইসরায়েল, ১১ দেশের নিন্দা

১৪

জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

১৫

জামায়াত নেতা নিহতের ঘটনায় চরমোনাই পীরের প্রতিক্রিয়া

১৬

জেনিফারের সঙ্গে বিয়ের গুঞ্জনে পানি ঢাললেন করণ

১৭

সড়কে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

১৮

শিক্ষিত বেকারদের দুর্দশা নিয়ে যা বললেন অর্ষা

১৯

আগের সব ইতিহাস ভেঙে স্বর্ণের সর্বোচ্চ দাম নির্ধারণ

২০
X