ইবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২০ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

চলন্ত বাসে ইবি শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে গলাটিপে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ক্যাম্পাস থেকে কুষ্টিয়া যাওয়ার পথে দুপুর ৩টার বাসে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিচার চেয়ে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

ভুক্তভোগী আবু জাহেদ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভিযুক্তরা হলেন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রতন রায় ও বিহাব রিদোয়ান। তারা উভয়ই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী। তবে রতন রায় শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সক্রিয় অনুসারী বলে জানা গেছে।

জানা যায়, ক্যাম্পাস থেকে কুষ্টিয়া যাওয়ার উদ্দেশে বিকেল ৩টার বাসে উঠেছিলেন ভুক্তভোগী শিক্ষার্থী। এ সময় তিনি বন্ধুর ধরে রাখা দুইটা সিটের একটিতে বসে অন্যটি অভিযুক্ত রতনকে দেন। কিছুক্ষণ পর নিচে গিয়ে রতন তার বন্ধুদের ডেকে আনে এবং ভুক্তভোগীকে পাশের সিটে সরে বসতে বলেন। ভুক্তভোগী সিট থেকে সরে না যেতে চাইলে রতন তার সেশন জিজ্ঞেস করে। এ সময় ভুক্তভোগী শুধু সেশন কেন ভাই, পুরো পরিচয় দেব বলে জবাব দিলে আচমকা তার গলা টিপে ধরে রতন। একইসঙ্গে অপর অভিযুক্ত রিহাব রিদোয়ান ভুক্তভোগীর চোখে আঙুল ঢুকিয়ে দেয়।

এ সময় ভুক্তভোগী হাত সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে সিট থেকে উঠে পড়েন। এ ঘটনায় ভুক্তভোগীর কথা বলা বন্ধ হয়ে যায়। পরে বাসের অন্যরা চিল্লাচিল্লি শুরু করেন এবং ভুক্তভোগীকে তাদের থেকে ছাড়িয়ে নেন।

এ বিষয়ে ভুক্তভোগী আবু জাহেদ বলেন, তারা আমাকে আচমকা গলাটিপে ধরে। আমার গলায় দাগ পড়ে যায়। আমার মনে হয়েছিল আর ৯ থেকে ১০ সেকেন্ড থাকলে আমি মারা যেতাম।

অভিযুক্ত রতন রায় বলেন, আমি তাকে গলাটিপে ধরিনি। রিদোয়ান তার শার্টের কলার ধরায় গলায় লাগতে পারে।

তবে রিহাব বলেন, আমি তাকে কিছু করিনি। তাকে পাশের সিটে সরে যেতে বলায় সে রতনকে ধাক্কা দেয়।

এ বিষয়ে শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দীকী আরাফাত বলেন, কেউ ব্যক্তিগতভাবে কোনো অন্যায় কাজ করলে তার দায় সংগঠন নেবে না। তবে এ ধরনের ঘটনা ঘটে থাকলে এটা একটি নিকৃষ্ট ধরনের কাজ। ছাত্রলীগ কর্মী হিসেবে তার এ ধরনের কাজ কোনোভাবেই কাম্য নয়।

প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটোর হুমকির পর সামরিক পোশাকে যুদ্ধের ময়দানে পুতিন!

যে কারণে বইমেলার সময় পরিবর্তন

চালের বস্তায় হাসিনার নামে স্লোগান, বিরক্ত হয়ে ফিরে গেলেন ইউএনও 

পদ্মা সেতুর সার্ভিস এরিয়ায় রুফটপ সৌরবিদ্যুৎ স্থাপনে চুক্তি সই 

যাদের সঙ্গে জোটবদ্ধ হওয়া যাবে না, জানালেন হেফাজত আমির

চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে প্রকৌশলী বরখাস্ত

যে ৭ খাবার ২৪ ঘণ্টার বেশি ফ্রিজে রাখলেই হয়ে উঠতে পারে বিষ

সাইপ্রাসকে হুমকি দিল তুরস্ক

প্রতারণার মামলা / স্ত্রীসহ ইভ্যালির রাসেলের তিন বছরের কারাদণ্ড

পুকুরে ডুবে যাচ্ছিল নাতি, বাঁচাতে গিয়ে দাদারও মৃত্যু

১০

আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন

১১

জবিতে প্রথমবারের মতো উদ্যোক্তা মেলা

১২

রাকসু নির্বাচনেও প্রার্থী এক দম্পতি, দৃষ্টি কাড়ছে সবার 

১৩

রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত অস্থিতিশীলতা কাটবে না : আমীর খসরু

১৪

অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে : খেলাফত মজলিস

১৫

‘হ্যান্ডি ও ধাবা’ রেস্টুরেন্টকে আড়াই লাখ টাকা জরিমানা

১৬

পিআর পদ্ধতি নিয়ে ‘গণভোট’ দাবি ইসলামী আন্দোলনের

১৭

স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ

১৮

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে ইবনে সিনা, পাবেন একাধিক সুবিধা

১৯

হস্তান্তরের আগেই স্কুলের নবনির্মিত ভবনে ফাটল

২০
X