কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সুস্থধারার রাজনীতির চর্চায় ছাত্র সংসদের বিকল্প নেই : ছাত্র ইউনিয়ন

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ছবি : সংগৃহীত

নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সুস্থ ধারার ছাত্র রাজনীতির প্রচলন করার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সুস্থ ধারার রাজনীতি চর্চায় এর বিকল্প নেই বলে মন্তব্য করেছে সংগঠনটি।

মঙ্গলবার (২ এপ্রিল) ছাত্র ইউনিয়নের সভাপতি দীপক শীল এবং সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজা এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের সন্ত্রাস এবং দখলদারিত্ব কায়েম রয়েছে। ছাত্রলীগের দখলদারিত্বের কারণে অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় কাজ করতে পারছে না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ছাত্রলীগের সন্ত্রাস এবং দখলদারিত্বের অবসান ঘটাতে হবে এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার সুযোগ করে দিতে হবে। এজন্য প্রয়োজন ছাত্র সংসদ নির্বাচন।

তিনি বলেন, নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় সুস্থ ধারার ছাত্র রাজনীতির প্রচলন করতে হবে। ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের সমস্যা, দাবিদাওয়া এবং অধিকার রক্ষায় কাজ করবে।

নেতারা বলেন, সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি বন্ধের জোর দাবি রয়েছে। আমরা ইতোমধ্যেই বলেছি ছাত্র রাজনীতি বন্ধ কোনো সমাধান নয়, বরং সন্ত্রাসী এবং সাম্প্রদায়িক সংগঠনের কার্যক্রমে বিধিনিষেধ আরোপ করে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে বুয়েটে সুস্থ ধারার রাজনীতির চর্চা করতে হবে। এর ভেতর দিয়ে শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধ বিকশিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন এখন গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে।

নেতারা আরও বলেন, শুধু পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা সরকারি কলেজগুলোতে নয়, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতেও ছাত্রসংসদ নির্বাচন আয়োজন করতে হবে। শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার সুযোগ করে দিতে হবে। অপরাজনীতির বিরুদ্ধে সুস্থ ধারার রাজনীতির বিকাশ ঘটাতে ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নাই। তবে সব ছাত্র সংগঠনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনে কারচুপির চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।

নেতারা অবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন এবং নির্বাচনের পূর্বে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিতের দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার চতুর্থ সারির ক্লাবের কাছে হেরে ম্যানইউর বিদায়

ড. মাসুদের প্রচেষ্টায় দুর্ভোগ থেকে মুক্তি পেলো ৩ ইউনিয়নের মানুষ

বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন বাংলাদেশ স্পিনার

রুমিন ফারহানার দুঃখ প্রকাশ

বৃহস্পতিবার প্রকৌশল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা

ভারতে নিষিদ্ধ অনলাইন জুয়া, বড় ধাক্কায় আইপিএল ও ভারতীয় ক্রিকেট

পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ

রাজনৈতিক দলের মতামত নিয়ে ঐকমত্য কমিশনের সভা

ডিআরইউতে মঞ্চ ৭১–এর কর্মসূচি প্রত্যাহারের দাবি

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব অপরিহার্য: উপদেষ্টা

১০

কনভেনশন হলে গেরিলা বৈঠকে গ্রেপ্তার শিমুল ৪ দিনের রিমান্ডে

১১

শাহবাগে এসে ডিএমপি কমিশনারের ‘দুঃখ প্রকাশ’

১২

ইনকিলাব সম্পাদককে লিগ্যাল নোটিশ পাঠাল ছাত্রশিবির

১৩

বিএনপি নেতাকে কোপাল যুবলীগ নেতা

১৪

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হাটহাজারী বিমানবন্দর

১৫

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

১৬

ডাকসু নির্বাচন / ১৩২ শিক্ষার্থীকে খাওয়ালেন প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা বললেন আচরণবিধি লঙ্ঘন

১৭

সাদাপাথর লুটপাট নিয়ে সিলেটে গণশুনানি

১৮

একাধিক উপকারিতা কাঠবাদামের, যাদের জন্য ক্ষতিকর

১৯

একই দিনে দুইবার পরিবর্তন, রাকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ

২০
X