কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সুস্থধারার রাজনীতির চর্চায় ছাত্র সংসদের বিকল্প নেই : ছাত্র ইউনিয়ন

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ছবি : সংগৃহীত

নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সুস্থ ধারার ছাত্র রাজনীতির প্রচলন করার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সুস্থ ধারার রাজনীতি চর্চায় এর বিকল্প নেই বলে মন্তব্য করেছে সংগঠনটি।

মঙ্গলবার (২ এপ্রিল) ছাত্র ইউনিয়নের সভাপতি দীপক শীল এবং সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজা এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের সন্ত্রাস এবং দখলদারিত্ব কায়েম রয়েছে। ছাত্রলীগের দখলদারিত্বের কারণে অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় কাজ করতে পারছে না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ছাত্রলীগের সন্ত্রাস এবং দখলদারিত্বের অবসান ঘটাতে হবে এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার সুযোগ করে দিতে হবে। এজন্য প্রয়োজন ছাত্র সংসদ নির্বাচন।

তিনি বলেন, নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় সুস্থ ধারার ছাত্র রাজনীতির প্রচলন করতে হবে। ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের সমস্যা, দাবিদাওয়া এবং অধিকার রক্ষায় কাজ করবে।

নেতারা বলেন, সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি বন্ধের জোর দাবি রয়েছে। আমরা ইতোমধ্যেই বলেছি ছাত্র রাজনীতি বন্ধ কোনো সমাধান নয়, বরং সন্ত্রাসী এবং সাম্প্রদায়িক সংগঠনের কার্যক্রমে বিধিনিষেধ আরোপ করে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে বুয়েটে সুস্থ ধারার রাজনীতির চর্চা করতে হবে। এর ভেতর দিয়ে শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধ বিকশিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন এখন গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে।

নেতারা আরও বলেন, শুধু পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা সরকারি কলেজগুলোতে নয়, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতেও ছাত্রসংসদ নির্বাচন আয়োজন করতে হবে। শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার সুযোগ করে দিতে হবে। অপরাজনীতির বিরুদ্ধে সুস্থ ধারার রাজনীতির বিকাশ ঘটাতে ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নাই। তবে সব ছাত্র সংগঠনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনে কারচুপির চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।

নেতারা অবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন এবং নির্বাচনের পূর্বে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিতের দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সশরীরেই ট্রাইব্যুনালে আসতে হবে সেনা কর্মকর্তাদের

স্ত্রীকে নিয়ে যা বললেন বিক্রান্ত ম্যাসি

দেশে এসে ৬০ দিনের বেশি থাকলেই মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে প্রবাসীদের

মেক্সিকোর পার্লামেন্টে খালেদা জিয়াকে স্মরণ

বাসে আগুন

ট্যাক্স ছাড়া প্রবাসীরা কয়টি মোবাইল আনতে পারবেন, জানাল সরকার

অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ নিয়ে সর্বোচ্চ আদালতের আদেশ বৃহস্পতিবার

কৃষকের মারধরে ‘দাঁত’ ভাঙল কৃষি কর্মকর্তার

রাশিয়ার গ্যাস আমদানি বন্ধের সিদ্ধান্ত নিল ইউরোপ

অবৈধ হ্যান্ডসেটের বিষয়ে যে সিদ্ধান্ত নিল সরকার

১০

ইয়েমেন ও বাংলাদেশের জন্য যুক্তরাজ্য-সৌদির যৌথ মানবিক প্রকল্প

১১

গুমের দুই মামলায় হাসিনার পক্ষের আইনজীবী আমীর হোসেন

১২

এভারকেয়ারের পাশে খোলা মাঠে হেলিকপ্টার পরীক্ষামূলক ওঠানামা করবে

১৩

ভোজ্যতেলের দাম বাড়ানোয় ব্যবসায়ীদের বিরদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : বাণিজ্য উপদেষ্টা 

১৪

ফ্লাইওভারের সিঁড়ির নিচে বৃদ্ধের মরদেহ

১৫

হঠাৎ মেট্রো চলাচল বন্ধ, কারণ জানাল ডিএমটিসিএল

১৬

সমালোচনার মুখে সুর পাল্টালেন টুইঙ্কেল খান্না

১৭

৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু 

১৮

আইপিএল মিনি অকশনে কে এই মালয়েশিয়ান ক্রিকেটার

১৯

ঘরে ঢুকে ফুফুকে পিটিয়ে হত্যা, মুমূর্ষু ভাতিজি

২০
X