কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

শেষ হলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী কর্মশালার

চিত্রাঙ্গদা পরিবেশনার মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী কর্মশালার। ছবি : সংগৃহীত
চিত্রাঙ্গদা পরিবেশনার মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী কর্মশালার। ছবি : সংগৃহীত

শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘রবীন্দ্র নৃত্যনাট্য: গঠনশৈলী ও পরিবেশনারীতি’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালার সমাপ্তি হয়েছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ আয়োজিত কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১ এর গীতাঞ্জলি স্টুডিও থিয়েটারে গত ১৯ এপ্রিল শুরু হয় এ কর্মশালার।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. শাহ্ আজম বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর খুব অল্প বয়স থেকেই ভেবেছেন নারীমুক্তি বিষয়ে। তার প্রথম বিলেতভ্রমণ এবং সেখানকার মুক্ত জীবন-যাপনদৃষ্টে এ দেশের বদ্ধ জীবনের জন্য তার মনে ক্ষোভ হতাশা বিরাগ এমনসব অনুভব একত্রিত হয়। তিনি মুক্তির উপায় খোঁজেন। তার সাহিত্যকর্মে সেই বার্তাটি নানাভাবে ব্যক্ত হয়। রাজা, মুক্তধারা, অচলায়তন প্রভৃতি নাটকে সেসব কথা নানামাত্রিক আকার লাভ করেছে। রবীন্দ্রনাথের নৃত্যনাট্য, গীতিনাট্যগুলো একদিকে যেমন আমাদের রসতৃষ্ণা পরিতৃপ্ত করে অন্যদিকে আমাদের নবতর চিন্তায় উদ্ভোতিত করে।

তিনি আরও বলেন, এই কর্মশালায় নৃত্যনাট্যের গঠনশৈলী ও পরিবেশনরীতির ব্যবহারিক বিষয়গুলো শিক্ষার্থীদের অন্তরে গেঁথে দেওয়ার জন্য 'চিত্রাঙ্গদা' নৃত্যনাট্যকে নির্বাচন করা হয়েছে, সেটি তরুণ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপযোগী হয়েছে বলেই মনে হয়। নারীমুক্তি বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার একটি প্রান্তকে এই নাটকের মাধ্যমে খুঁজে পাওয়া যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন ও তার সৃষ্টিকর্মকে চির অম্লান রাখার মহৎ ব্রত যাপন করছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর স্বপ্ন এবং তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে মহৎ প্রত্যাশা নিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছেন, সেই স্বপ্নের বাস্তবায়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক তরুণ মেধাবী শিক্ষক-শিক্ষার্থী। কর্মশালা থেকে অর্জিত জ্ঞান-কৌশল আমাদের শিক্ষার্থীরা দেশের সংস্কৃতি সেবায় প্রয়োগ করবে বলে আমার প্রত্যাশা।

ভারতের জনপ্রিয় নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুশীল সাহার পরিচালনায় এই কর্মশালায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধ-শতাধিক নাট্যপ্রেমী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে চিত্রাঙ্গদা নৃত্যনাট্য, রবীন্দ্র সংগীত ও নৃত্য পরিবেশিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনের মৃত্যদণ্ড কার্যকর

সাত সাগর আর তেরো নদী পাড়ি দিয়ে মুখোমুখি জায়েদ-তানিয়া

দেশে ফিরতে চান সালাউদ্দিন

ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন হাবিব ওয়াহিদ

সবচেয়ে দুর্বল লিগের তকমা পেল বিপিএল

অতীতের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন রাভিনা

জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে : প্রধান উপদেষ্টা

১২ ফেব্রুয়ারি ধানের শীষের ভূমিধস বিজয় হবে : সালাহউদ্দিন আহমদ 

২৫ বছরের কৃষি পরিকল্পনা ঠিক করেছে সরকার

ট্রাম্পের সমালোচনা করতে গিয়ে হামলার শিকার কংগ্রেসের মুসলিম নারী সদস্য

১০

ঘুমের মধ্যে পায়ের রগে টান লাগলে যে দোয়া পড়বেন

১১

অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যু

১২

৪ বছর পর চেয়ারম্যান হিসেবে ফিরলেন জামায়াত নেতা

১৩

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে অবাক উদিত নারায়ণ

১৪

এবার দুদকের মামলায় গ্রেপ্তার আনিস আলমগীর

১৫

হাওরে পাখি শিকারের সময় আটক ৩

১৬

মুম্বাইয়ের জৌলুস যাকে বাঁধতে পারেনি!

১৭

দেশের ১৩ কোটিই মানুষই আমার ফ্যান: অপু বিশ্বাস

১৮

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

১৯

চ্যাম্পিয়নস লিগের নকআউটে যেতে আজ কার কী সমীকরণ

২০
X