কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৪, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে ১৪তম গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

ঢাবির বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত। ছবি : কালবেলা
ঢাবির বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ১৪তম গণিত অলিম্পিয়াড ২০২৩- এর চূড়ান্ত পর্ব ও ৫ম আন্তর্জাতিক গণিত দিবস অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে এ অলিম্পিয়াড হয়।

এবারের গণিত দিবসের মূল প্রতিপাদ্য ‘গণিতের সাথে খেলো’। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ গণিত সমিতি এবং আর্থিক সহযোগিতা দিয়েছে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন।

গণিত অলিম্পিয়াডের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। পরে উপাচার্যের নেতৃত্বে গণিত ভবন থেকে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

এ সময় উপাচার্য বলেন, জীবনের সব ক্ষেত্রে গণিত জড়িয়ে আছে। বিজ্ঞান ছাড়াও বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে গণিত একটি অপরিহার্য বিষয়। গণিতে ভালো হলে জ্ঞান-বিজ্ঞানের সব শাখায় ভালো করা যায়। শিক্ষার্থীদের গণিত ভীতি কাটাতে, গণিতের প্রতি আগ্রহ বাড়াতে, গণিত চর্চার মাধ্যমে নতুন নতুন উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জনে এই অলিম্পিয়াড কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছি।

গণিত বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড কমিটির আহ্বায়ক অধ্যাপক শাপলা শিরিন এবং বাংলাদেশ গণিত সমিতির সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বাবুল হাসান।

শুক্রবার সকাল ১০ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সমাপনী সেশন দুপুর আড়াইটায় শুরু হয়ে বিকেল ৪টায় ফলাফল ও পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। বিশেষ অতিথি ছিলেন এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম নূরুল আলম, অধ্যাপক ড. মোঃ মনিরুল আলম সরকার, ড. মোঃ তাজুল ইসলাম। সভাপতিত্ব করেন গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম।

প্রত্যেক অঞ্চলের শ্রেষ্ঠ ১০ জন করে সর্বমোট ৮০ জন প্রতিযোগীর অংশগ্রহণে এই অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে এবং আন্তর্জাতিক গণিত দিবসের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অলিম্পিয়াড চূড়ান্ত পর্বের শ্রেষ্ঠ ১০ জন প্রতিযোগীকে সার্টিফিকেট, ক্রেষ্ট ছাড়াও আর্থিক পুরস্কার প্রদান করা হয়। আন্তর্জাতিক গণিত দিবসে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্য থেকে ৫ করে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

এবার শ্রেষ্ঠ ১০ অলিম্পিয়াড হয়েছেন- অতনু রয় চৌধুরী (ব্র্যাক ইউনিভার্সিটি), সৌমিত্র দাস (ব্র্যাক ইউনিভার্সিটি), তাহজীব হোসাইন খান (বুয়েট), নিয়ান ইবনে নজরুল (ব্র্যাক ইউনিভার্সিটি), ইমতিয়াজ তানভীর হাহিম (আইইউটি), অনিন্দ্য বিশ্বাস (বুয়েট), মো. আশরাফুল ইসলাম ফাহিম (বুয়েট) সজীব কুমার চৌধুরী (শাবিপ্রবি), মো. ফুয়াদ আল আলম (বুয়েট) এবং এএমএম আবরার তানভীর ত্বকী (বুয়েট)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট দিতে ১ লাখ ৯৩ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন 

‎বালু তোলার ড্রেজার-বাল্কহেড জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ এলাকাবাসী ‎

ব্রাজিলের প্রতিপক্ষ ইউরোপীয় দুই জায়ান্ট, কবে কোন ম্যাচ

এবার নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ ৪ 

স্বীকৃতি-আশ্রয় ও যৌথভাবে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হয়েছে ভারত : জামুকা

‘গন্তব্যহীন এই যাত্রায় নীরবতাই একমাত্র সঙ্গী’

বিপিএল: এবার আরও বড় চমক দেখাল নোয়াখালী এক্সপ্রেস

পৃথিবী কি এত গরম হয়ে যাচ্ছে যে মানুষ থাকতে পারবে না?

খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে কি না সিদ্ধান্ত রাতে

রফিককে গুলি করে হত্যার নেপথ্যে যা জানা গেল

১০

বিশ্বকাপে ‘সহজ’ গ্রুপে আর্জেন্টিনা, কী বললেন কোচ

১১

জলবায়ু পরিবর্তনে বিপজ্জনক হয়ে পড়ছে কর্মক্ষেত্র

১২

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদল নেতা মিথুনের সদকায়ে জারিয়া

১৩

শীতের দাপটে জবুথবু জনজীবন 

১৪

‘জিনের বাদশাহ’ সেজে মহিদুল হাতিয়ে নেন ১২ লাখ টাকা

১৫

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ

১৬

স্বর্ণ কিনবেন, জেনে নিন আজকের বাজারদর

১৭

অলিখিত ‘ফাইনালে’ মাঠে নামছে ভারত-দক্ষিণ আফ্রিকা

১৮

শীতে গোসল করার উপযুক্ত সময় কোনটি?

১৯

বুড়ি তিস্তা খনন প্রকল্পে ক্ষুব্ধ কৃষকরা, প্রতিবাদে মশাল মিছিল

২০
X