মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৪, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে ১৪তম গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

ঢাবির বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত। ছবি : কালবেলা
ঢাবির বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ১৪তম গণিত অলিম্পিয়াড ২০২৩- এর চূড়ান্ত পর্ব ও ৫ম আন্তর্জাতিক গণিত দিবস অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে এ অলিম্পিয়াড হয়।

এবারের গণিত দিবসের মূল প্রতিপাদ্য ‘গণিতের সাথে খেলো’। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ গণিত সমিতি এবং আর্থিক সহযোগিতা দিয়েছে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন।

গণিত অলিম্পিয়াডের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। পরে উপাচার্যের নেতৃত্বে গণিত ভবন থেকে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

এ সময় উপাচার্য বলেন, জীবনের সব ক্ষেত্রে গণিত জড়িয়ে আছে। বিজ্ঞান ছাড়াও বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে গণিত একটি অপরিহার্য বিষয়। গণিতে ভালো হলে জ্ঞান-বিজ্ঞানের সব শাখায় ভালো করা যায়। শিক্ষার্থীদের গণিত ভীতি কাটাতে, গণিতের প্রতি আগ্রহ বাড়াতে, গণিত চর্চার মাধ্যমে নতুন নতুন উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জনে এই অলিম্পিয়াড কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছি।

গণিত বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড কমিটির আহ্বায়ক অধ্যাপক শাপলা শিরিন এবং বাংলাদেশ গণিত সমিতির সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বাবুল হাসান।

শুক্রবার সকাল ১০ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সমাপনী সেশন দুপুর আড়াইটায় শুরু হয়ে বিকেল ৪টায় ফলাফল ও পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। বিশেষ অতিথি ছিলেন এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম নূরুল আলম, অধ্যাপক ড. মোঃ মনিরুল আলম সরকার, ড. মোঃ তাজুল ইসলাম। সভাপতিত্ব করেন গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম।

প্রত্যেক অঞ্চলের শ্রেষ্ঠ ১০ জন করে সর্বমোট ৮০ জন প্রতিযোগীর অংশগ্রহণে এই অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে এবং আন্তর্জাতিক গণিত দিবসের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অলিম্পিয়াড চূড়ান্ত পর্বের শ্রেষ্ঠ ১০ জন প্রতিযোগীকে সার্টিফিকেট, ক্রেষ্ট ছাড়াও আর্থিক পুরস্কার প্রদান করা হয়। আন্তর্জাতিক গণিত দিবসে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্য থেকে ৫ করে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

এবার শ্রেষ্ঠ ১০ অলিম্পিয়াড হয়েছেন- অতনু রয় চৌধুরী (ব্র্যাক ইউনিভার্সিটি), সৌমিত্র দাস (ব্র্যাক ইউনিভার্সিটি), তাহজীব হোসাইন খান (বুয়েট), নিয়ান ইবনে নজরুল (ব্র্যাক ইউনিভার্সিটি), ইমতিয়াজ তানভীর হাহিম (আইইউটি), অনিন্দ্য বিশ্বাস (বুয়েট), মো. আশরাফুল ইসলাম ফাহিম (বুয়েট) সজীব কুমার চৌধুরী (শাবিপ্রবি), মো. ফুয়াদ আল আলম (বুয়েট) এবং এএমএম আবরার তানভীর ত্বকী (বুয়েট)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাইসির হেলিকপ্টারের যে সমস্যার কথা জানালেন তুর্কি পরিবহনমন্ত্রী

সমর্থকের বাড়িতে নৈশভোজ, চেয়ারম্যান প্রার্থীকে অর্থদণ্ড

ভোটের আগের রাতে গোপন প্রচারণা, দুই চেয়ারম্যান প্রার্থীর প্রাইভেটকার আটক

বিলাসবহুল গাড়িতে সরকারি লোগো সাঁটিয়ে ৭ লাখ ইয়াবা পাচার

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা

বাবার খোঁজে ভারতে যাচ্ছেন এমপি আনারের মেয়ে

ফোর্বসের তালিকায় স্থান পাওয়া ৯ তরুণকে ছাত্রলীগের শুভেচ্ছা

মোবাইল কিনে না দেওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

সোহরাওয়ার্দী উদ্যানে বাজার বসিয়ে অবৈধ বিদ্যুতের ব্যবসা

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু, ক্যাম্প কমান্ডারসহ প্রত্যাহার ৪

১০

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৫.৮২ শতাংশ : বিবিএস

১১

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

১২

জাল স্বাক্ষরে ওষুধ বিতরণের অভিযোগ

১৩

ফিলিস্তিনিদের সঙ্গে আরবদের মুনাফেকি ও সুপার হিরোদের অবদান

১৪

নোয়াখালীতে ৩০ কেজি হরিণের মাংস জব্দ

১৫

নিপুনের পেছনে বড় কোনো শক্তি আছে : ডিপজল

১৬

ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে চবিতে সাইক্লিস্টের র‍্যালি

১৭

রাষ্ট্রপতির সঙ্গে আইআইইউসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১৮

আ.লীগ নেতার বিরুদ্ধে আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগ

১৯

রাইসির মরদেহ কোথায়, জানাজার বিষয়ে কী সিদ্ধান্ত?

২০
X