কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

১৫তম জাতীয় স্নাতক গণিত অলিম্পয়াড আঞ্চলিক পর্ব শুরু

বরিশাল বিশ্ববিদ্যালয়ে গণিত অলিম্পিয়াড। ছবি : সংগৃহীত
বরিশাল বিশ্ববিদ্যালয়ে গণিত অলিম্পিয়াড। ছবি : সংগৃহীত

১৫তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড শুরু হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯ টায় দেশের ৮টি অঞ্চল যথাক্রমে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল ও খুলনা অঞ্চলে একযোগে গণিত অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়।

বাংলাদেশের ভবিষ্যত প্রজন্মকে গণিত শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করা এবং গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি, গণিত ভীতি দূর করা, সর্বোপরি গণিতকে জনপ্রিয় করার নিমিত্তে বাংলাদেশ গণিত সমিতি ২০০৯ সাল থেকে স্নাতক পর্যয়ে গণিত অলিম্পিয়াড আয়োজন করে আসছে, যেখানে অংশগ্রহণকারীরা গাণিতিক দক্ষতা ও বিশ্লেষণের পারঙ্গমতা প্রদর্শনের সুযোগ পেয়ে থাকেন।

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সুপ্ত মেধা বিকাশের সুযোগ করে দেওয়ার লক্ষে বাংলাদেশ গণিত সমিতির তত্ত্বাবধানে ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এ অলিম্পয়াড হচ্ছে।

বরিশাল অঞ্চলের অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত সমিতির সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক ড. মনিরুল আলম সরকার ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. হেনা রানী বিশ্বাসসহ অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের গণিতভীতি দূর করার জন্য এ ধরনের প্রতিযোগিতায় বেশি বেশি অংশগ্রহণ করতে হবে এবং বাংলাদেশ গণিত সমিতির পক্ষ থেকে এসব আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

রংপুর অঞ্চলের অলিম্পিয়াড বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন বুয়েটের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. কে এম আরিফুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম।

সিলেট অঞ্চলের অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে। উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ ফেরদৌস ও অধ্যাপক ড. আশরাফ উদ্দিন।

খুলনা অঞ্চলের অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনুর রশীদ খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নুরুন্নবী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. কল্যাণ কুমার দে, খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. হায়দার আলী বিশ্বাস।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে অনুষ্ঠিত হয় রাজশাহী অঞ্চলের অলিম্পিয়াড। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিমা আক্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. সেলিনা আক্তার।

ঢাকা উত্তর অঞ্চলের অলিম্পিয়াড আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের গণিত বিভাগে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এআইইউবি’র অধ্যাপক ড. মো. সোহরাব উদ্দিন, অধ্যাপক ড. আব্দুল মালেক ও বাংলাদেশ গণিত সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মাদ বাবুল হাসান।

ঢাকা দক্ষিণ অঞ্চলের অলিম্পিয়াড সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. এবিএম ফারুক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মতিন, অধ্যাপক ড. অমূল্য চন্দ্র মন্ডল ও অধ্যাপক ড. নুর হোসেন মো. আরিফুল আজিম।

চট্টগ্রাম অঞ্চলের অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রামের গণিত বিভাগে। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রামের কলা অনুষদের ডিন মহিতুল আলম, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. রেহেনা নাসরীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইলে আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ দেখবেন যেভাবে

‘সেফ এক্সিট’ নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি : দুদু

র‍্যাবের গাড়ি-বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৩

কাঁদতে কাঁদতে নিজের জীবনের যে দুঃখের গল্প শোনালেন মারুফা

আমি কিছুটা ‘লক্ষ্মী’, কিছুটা ‘দুষ্টুও’: মনামী ঘোষ

ডিরেক্টর আর্টিস্ট পয়দা করতে পারে না : যাহের আলভী

মক্কা থেকে যা বললেন ফারহান

ইমা অ্যাওয়ার্ডে ‘নিশি’

পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলা, ৭ সদস্য নিহত

ধামরাই ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই পরিবার গঠন

১০

পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে : আমীর খসরু

১১

কোন জেলার জামাই হচ্ছেন ইশরাক

১২

জামায়াত ক্ষমতায় গেলে ‘ওয়ান-টু-তে’ সব সমস্যার সমাধান হবে : গোলাম পরোয়ার

১৩

সেপটিক ট্যাংক বিস্ফোরণে একজনের মৃত্যু, আহত ৫

১৪

খাদ্যনালির ক্যানসারের যে উপসর্গগুলোকে অবহেলা করবেন না

১৫

দিল্লিতে আফগানমন্ত্রীর সংবাদ সম্মেলনে নারী সাংবাদিক নিষিদ্ধ

১৬

লক্ষ্মীপুরে মা-মেয়ে হত্যা, আটক সোহেল নিহতদের ‘আত্মীয়’

১৭

ইশরাকের হবু স্ত্রীর ছবি প্রকাশ

১৮

প্রেম ভাঙার গুঞ্জনে যা বললেন সাদিয়া

১৯

সাংবাদিক হায়াতকে কুপিয়ে হত্যায় সাতক্ষীরায় প্রতিবাদ

২০
X