সিলেট ব্যুরো
প্রকাশ : ২৩ মে ২০২৫, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

রিকশাচালকের ছেলের স্বপ্নপূরণে পাশে দাঁড়ালেন তারেক রহমান

হতদরিদ্র রিকশাচালকের হাতে সৌদির বিমান টিকিট তুলে দেন সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। ছবি : কালবেলা
হতদরিদ্র রিকশাচালকের হাতে সৌদির বিমান টিকিট তুলে দেন সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। ছবি : কালবেলা

সিলেট নগরীর একজন হতদরিদ্র রিকশাচালক রফিকুল ইসলাম। তার জীবিকা থেকে উপার্জন করা টাকা দিয়ে ছেলেকে সৌদি আরবে পাঠানোর জন্য ভিসার ব্যবস্থা করেছেন। কিন্তু ভিসা পাওয়ার পর তিনি জানতে পারলেন, নির্ধারিত মেয়াদের মধ্যে ছেলেকে এয়ার টিকিট করে সৌদি আরবে না পাঠালে ভিসাও বাতিল হয়ে যাবে।

এই খবর জানার পর তিনি ছুটে যান নগরী হাউজিং এস্টেটস্থ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীর কার্যালয়ে। আর সে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। এ সময় তিনি সঙ্গে সঙ্গে রেজাউল হাসান কয়েস লোদীর সঙ্গে যোগাযোগ করে রফিকুল ইসলামের ছেলের সৌদ আরবের টিকিটের ব্যবস্থা করে দেন।

শুক্রবার (২৩ মে) ওই রিকশাচালকের হাতে তারেক রহমানের পক্ষে সৌদির বিমান টিকিট তুলে দেন সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন ডা. নাজমুল ইসলাম, মহানগর বিএনপির সহসভাপতি মাহবুব কাদির শাহী, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজমুদার, আব্দুল ওয়াহিদ সুহেল, যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তোফায়ের বাসিত তপু প্রমুখ।

এদিকে ছেলের সৌদ আরবে যাওয়ার টিকিট হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রিকশাচালক রফিকুল ইসলাম। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সহযোগিতার জন্য রেজাউল হাসান কয়েস লোদীকে ধন্যবাদ জানান।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী কালবেলাকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান শুধুমাত্র একজন রাজনীতিবিদই নন, একজন মানবিক মানুষ। রফিকুল ইসলামের মতো হাজার হাজার সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তিনি প্রতিনিয়ত কাজ করে আসছেন। তার মতো এমন ব্যক্তিকে আমাদের রাজনৈতিক অভিভাবক হিসেবে পেয়ে আমরা গর্বিত।

তিনি জানান, তারেক রহমান প্রতিনিয়ত দেশের মানুষের কথা ভাবেন। দেশের মানুষের কল্যাণ, সুখ-শান্তি ও উন্নয়নে তিনি নিরলস ভূমিকা রাখতে চান।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদী শক্তি এ দেশের যে করুণ পরিণতি করে পালিয়েছে, সেই দশা থেকে আমাদের মুক্ত করতে হলে দলীয় সরকার ক্ষমতায় আসা উচিত। আমরা প্রত্যাশা করছি, তারেক রহমান শিগগিরই দেশে ফিরে দেশ ও দলের হাল ধরবেন এবং বাংলাদেশকে প্রকৃতপক্ষে একটি উন্নত, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

জুতা পরে জানাজার নামাজ পড়া কি জায়েজ?

প্রতিদিনের সাধারণ যে অভ্যাসেই কমে যাচ্ছে আপনার মোবাইলের আয়ু

যে গ্রামে বসবাস করলেই মিলবে ২৭ লাখ টাকা!

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদ পরিবারকে সহযোগিতা করবে সরকার’

অসুস্থ বিএনপি নেতা ডা. রফিকের খোঁজ নিতে বাসায় জোনায়েদ সাকি

আফগানদের কাছে নাস্তানাবুদ হয়ে বাংলাদেশের সিরিজ হার

যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচ শেষে এলোপাতাড়ি গুলি, নিহত ৪

চট্টগ্রামে কনসার্টে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

১০

চিহ্নিত ব্যক্তির দায় প্রতিষ্ঠানের ওপর দেওয়া উচিত নয় : বিএনপি

১১

জবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইমন-সোহান

১২

এনসিপির ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন, দায়িত্ব পেলেন যারা

১৩

নড়াইলে সাংবাদিকদের মিলনমেলা

১৪

‘তিন মাসের মধ্যে ৬ লেনের কাজ দৃশ্যমান হবে’

১৫

শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত

১৬

ওমরজাইয়ের বোলিং তোপে বিপদে বাংলাদেশ

১৭

প্রবীণদের পাশে আমাদের দাঁড়াতে হবে : টুকু

১৮

শুধু বক্তব্যে নয়, বাস্তব কর্মযজ্ঞের মাধ্যমে বিএনপি মানুষের পাশে রয়েছে : আনোয়ারুজ্জামান

১৯

গুম-খুনে জড়িতদের সঙ্গে আপস নেই : আখতার হোসেন

২০
X