সিলেট ব্যুরো
প্রকাশ : ২৩ মে ২০২৫, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

রিকশাচালকের ছেলের স্বপ্নপূরণে পাশে দাঁড়ালেন তারেক রহমান

হতদরিদ্র রিকশাচালকের হাতে সৌদির বিমান টিকিট তুলে দেন সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। ছবি : কালবেলা
হতদরিদ্র রিকশাচালকের হাতে সৌদির বিমান টিকিট তুলে দেন সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। ছবি : কালবেলা

সিলেট নগরীর একজন হতদরিদ্র রিকশাচালক রফিকুল ইসলাম। তার জীবিকা থেকে উপার্জন করা টাকা দিয়ে ছেলেকে সৌদি আরবে পাঠানোর জন্য ভিসার ব্যবস্থা করেছেন। কিন্তু ভিসা পাওয়ার পর তিনি জানতে পারলেন, নির্ধারিত মেয়াদের মধ্যে ছেলেকে এয়ার টিকিট করে সৌদি আরবে না পাঠালে ভিসাও বাতিল হয়ে যাবে।

এই খবর জানার পর তিনি ছুটে যান নগরী হাউজিং এস্টেটস্থ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীর কার্যালয়ে। আর সে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। এ সময় তিনি সঙ্গে সঙ্গে রেজাউল হাসান কয়েস লোদীর সঙ্গে যোগাযোগ করে রফিকুল ইসলামের ছেলের সৌদ আরবের টিকিটের ব্যবস্থা করে দেন।

শুক্রবার (২৩ মে) ওই রিকশাচালকের হাতে তারেক রহমানের পক্ষে সৌদির বিমান টিকিট তুলে দেন সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন ডা. নাজমুল ইসলাম, মহানগর বিএনপির সহসভাপতি মাহবুব কাদির শাহী, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজমুদার, আব্দুল ওয়াহিদ সুহেল, যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তোফায়ের বাসিত তপু প্রমুখ।

এদিকে ছেলের সৌদ আরবে যাওয়ার টিকিট হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রিকশাচালক রফিকুল ইসলাম। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সহযোগিতার জন্য রেজাউল হাসান কয়েস লোদীকে ধন্যবাদ জানান।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী কালবেলাকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান শুধুমাত্র একজন রাজনীতিবিদই নন, একজন মানবিক মানুষ। রফিকুল ইসলামের মতো হাজার হাজার সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তিনি প্রতিনিয়ত কাজ করে আসছেন। তার মতো এমন ব্যক্তিকে আমাদের রাজনৈতিক অভিভাবক হিসেবে পেয়ে আমরা গর্বিত।

তিনি জানান, তারেক রহমান প্রতিনিয়ত দেশের মানুষের কথা ভাবেন। দেশের মানুষের কল্যাণ, সুখ-শান্তি ও উন্নয়নে তিনি নিরলস ভূমিকা রাখতে চান।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদী শক্তি এ দেশের যে করুণ পরিণতি করে পালিয়েছে, সেই দশা থেকে আমাদের মুক্ত করতে হলে দলীয় সরকার ক্ষমতায় আসা উচিত। আমরা প্রত্যাশা করছি, তারেক রহমান শিগগিরই দেশে ফিরে দেশ ও দলের হাল ধরবেন এবং বাংলাদেশকে প্রকৃতপক্ষে একটি উন্নত, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পতেঙ্গা সৈকতে গোলাগুলি, ঢাকাইয়া আকবরসহ গুলিবিদ্ধ ২

কারাবন্দি সোহাগের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য বরদাস্ত করা হবে না : ইয়াসিন ফেরদৌস মুরাদ

ঢাকার দুই সিটি নির্বাচনের শিডিউল / সরকারকে লিগ্যাল নোটিশ পাঠালেন আ.লীগের এমপি হতে চাওয়া আইনজীবী

স্বাস্থ্য পরামর্শ / টিনিটাস: কানে অস্বাভাবিক শব্দ

কৃষকের সম্ভাবনাময় অর্থনৈতিক দ্বার খুলতে পারে বায়োচার

জাতীয় ঐক্য সমুন্নত রাখার আহ্বান ছাত্রশিবিরের

বিএনপিকে ডেকেছেন প্রধান উপদেষ্টা

যাত্রাবাড়ী পার্কে ককটেল বিস্ফোরণ

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক শনিবার

১০

আড়াইহাজারে শহীদ নাহিদের পরিবারের পাশে নজরুল ইসলাম আজাদ

১১

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে আদিবাসী গোষ্ঠীর মামলা

১২

পিনাকী, ইলিয়াস ও কনকের ঐক্যবদ্ধ আহ্বান

১৩

সকাল ৯টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা

১৪

খুঁটিতে বেঁধে নির্যাতন, আ.লীগ নেতার মৃত্যু

১৫

কাপ্তাই হ্রদে পানির অভাব, বিদ্যুৎ উৎপাদনে বিপর্যয়

১৬

ছাগলের দৌড় দেখতে হাজারো মানুষের ভিড় 

১৭

দুদকের সাবেক ৩ চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা

১৮

সৌদিতে ফ্ল্যাটে মিলল দুই ভাইয়ের মরদেহ, পরিবারে শোকের ছায়া

১৯

পাল্টাপাল্টি আকাশপথ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত-পাকিস্তান

২০
X