ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে অনশনরত ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও ঢাবি শাখার যুগ্ম আহ্বায়ক মাহতাপ ইসলামের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাদের চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের শহীদ ড. মোহাম্মদ মর্তুজা মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৩ মে) অসুস্থ হয়ে পড়ায় রাত সাড়ে আটটায় তাদের হাসপাতালে নেওয়া হয়।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। হাসপাতালে ভর্তি হলেও অনশন ভাঙতে অস্বীকৃতি জানিয়েছেন বিন ইয়ামিন মোল্লা ও মাহতাপ ইসলাম। এছাড়াও গত ২৪ ঘণ্টা ধরে অনশনরত স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দিন মোহাম্মদ খালিদ এখনো অনশন চালিয়ে যাচ্ছেন। তাদের ভাষ্য, যতক্ষণ পর্যন্ত ডাকসুর রোডম্যাপ ঘোষণাসহ অন্যান্য দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত অনশন চলবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ কালবেলাকে বলেন, আমরা আমাদের অনশনরত তিন শিক্ষার্থীর দাবির প্রতি শ্রদ্ধা রেখেই তাদের অনশন ভাঙতে অনুরোধ জানিয়েছি। কিন্তু তারা ডাকসুর নির্বাচন কমিশন গঠন না হওয়া পর্যন্ত অনশন ভাঙতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের দুজন দুদিনের বেশি সময় ধরে অনশন করায় শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। এজন্য তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
অনশনরত শিক্ষার্থীদের দাবি পূরণের বিষয়ে তিনি বলেন, আমরা আগামীকাল দুপুর দুইটায় এ বিষয়ে বৈঠক করবো। এরপর আমরা আমাদের সিদ্ধান্ত জানাতে পারবো। তবে এ বিষয়ে আমাদের অগ্রাধিকার থাকবে। এদিকে তাদের অনশনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, জুলাই ঐক্যসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অনেকেই সংহতি জানিয়েছেন।
মন্তব্য করুন