ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ক্যাম্পাস খুলে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি ছাত্রফ্রন্টের

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের লোগো। ছবি : সংগৃহীত
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের লোগো। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে বন্ধ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর হল-ক্যাম্পাস খুলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, কারফিউ প্রত্যাহার, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ ভিসি ও প্রক্টরের পদত্যাগসহ চার দফা দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার (২৮ জুলাই) সংগঠনটির দপ্তর সম্পাদক মোজাম্মেল হকের পাঠানো এক বিবৃতিতে সভাপতি সাদেকুল ইসলাম সাদিক এসব দাবি জানান।

বিবৃতিতে সাদেকুল ইসলাম সাদিক বলেন, কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন আজ সরকারের পদত্যাগের দাবিতে গণবিস্ফোরণে পরিণত হয়েছে। চলমান এই আন্দোলনকে থামিয়ে দিতে প্রশাসন বিশ্ববিদ্যালয়-হল বন্ধ করে দিয়েছে। চলমান কারফিউয়ের কারণে বাড়িতেও যেতে না পারায় হাজার হাজার শিক্ষার্থী ঢাকাতেই বিভিন্ন বন্ধু এবং আত্মীয়ের মেস বা বাসায় অবস্থান করছে। এসব মেস-বাসায় তল্লাশি চালিয়ে ডিবি পরিচয়ে অসংখ্য শিক্ষার্থীকে আটক করছে। শিক্ষার্থীদের জীবনকে এই অনিরাপদ পরিস্থিতিতে ঠেলে দেওয়ার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না।

তিনি আরও বলেন, গত ১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থীকে পিটিয়ে আহত করা হয়। মেয়েদের ওপরও হামলা করা হয়। এমনকি গুলিও করা হয়েছে। এসব দৃশ্য সারাবিশ্বের মানুষকে নাড়া দিয়েছে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্লজ্জের মতো নির্লিপ্ততার পরিচয় দিয়েছে। উপর্যুপরি তারা পরের দিন বিশ্ববিদ্যালয়ের ভেতরে পুলিশ-বিজিবি-সোয়াতের মতো রাষ্ট্রীয় বাহিনী দিয়ে নিজেদের শিক্ষার্থীদের ওপর নির্মম হামলা করতে, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড মারতে সহযোগিতা করেছে। আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের একের পর এক গ্রেপ্তার, গুম, মামলা, হয়রানি করা হচ্ছে; অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বিকার। এর পরও কি আর এই প্রশাসনের ওপর শিক্ষার্থীদের আস্থা থাকতে পারে?

এ ছাড়া বিবৃতিতে তিনি চার দফা দাবি জানান। সেগুলো হলো- অবিলম্বে হল-ক্যাম্পাস খুলে দিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অতিসত্বর কারফিউ প্রত্যাহার করতে হবে; শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ ভিসি ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে। হত্যার দায়ে সরকারের পদত্যাগ করতে হবে; সন্ত্রাস- দখলদারত্ব বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে, ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে; প্রশাসনিক তত্ত্বাবধানে প্রত্যেক বৈধ শিক্ষার্থীর জন্য হলে সিট নিশ্চিত করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ৬ দফা ঘোষণা বাকৃবি শিক্ষার্থীদের

সাংহাই সম্মেলনে শি, মোদি ও পুতিনের খোশগল্প, কী কথা হলো?

২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ, সারা দেশে ভারী বৃষ্টির আভাস 

দ্বিতীয় ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ গেট চালু

সাত বীরশ্রেষ্ঠর প্রতি শ্রদ্ধা জানিয়ে ৭ দফা ইশতেহার ডাকসু প্রার্থীর

আরও সাত দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

আ.লীগ আমলের লুটপাটের খেসারত দিচ্ছেন ৫ ব্যাংকের গ্রাহকরা

খালি পেটে দুধ চা খাচ্ছেন? জেনে নিন পুষ্টিবিদের সতর্কবার্তা

১০

ইরানের হামলায় ১২ দিনে ধ্বংস হলো ইসরায়েলের ২১টি স্থাপনা

১১

ভারতে বসে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ

১২

দিল্লিতে হাসিনার বাড়ির পাশেই সিআরআইয়ের কার্যালয়, মিলল চাঞ্চল্যকর তথ্য

১৩

স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কী সমস্যা হয়? যা বলছেন চিকিৎসক

১৪

চার মাসের মধ্যে স্বর্ণের দামে রেকর্ড, পিছিয়ে নেই রুপাও

১৫

বিএনপিকে শুভেচ্ছা জানালেন সারজিস

১৬

দ্বিতীয় টি-টোয়েন্টির আগে ‘মধুর’ সমস্যা বাংলাদেশ দলে

১৭

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের মাজারে বিএনপির শ্রদ্ধা

১৮

বিএনপিকে ধ্বংস করতে বারবার চেষ্টা হয়েছে: মির্জা ফখরুল 

১৯

টিকটকে এবার যেসব সুবিধা যোগ হলো

২০
X