ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ক্যাম্পাস খুলে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি ছাত্রফ্রন্টের

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের লোগো। ছবি : সংগৃহীত
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের লোগো। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে বন্ধ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর হল-ক্যাম্পাস খুলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, কারফিউ প্রত্যাহার, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ ভিসি ও প্রক্টরের পদত্যাগসহ চার দফা দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার (২৮ জুলাই) সংগঠনটির দপ্তর সম্পাদক মোজাম্মেল হকের পাঠানো এক বিবৃতিতে সভাপতি সাদেকুল ইসলাম সাদিক এসব দাবি জানান।

বিবৃতিতে সাদেকুল ইসলাম সাদিক বলেন, কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন আজ সরকারের পদত্যাগের দাবিতে গণবিস্ফোরণে পরিণত হয়েছে। চলমান এই আন্দোলনকে থামিয়ে দিতে প্রশাসন বিশ্ববিদ্যালয়-হল বন্ধ করে দিয়েছে। চলমান কারফিউয়ের কারণে বাড়িতেও যেতে না পারায় হাজার হাজার শিক্ষার্থী ঢাকাতেই বিভিন্ন বন্ধু এবং আত্মীয়ের মেস বা বাসায় অবস্থান করছে। এসব মেস-বাসায় তল্লাশি চালিয়ে ডিবি পরিচয়ে অসংখ্য শিক্ষার্থীকে আটক করছে। শিক্ষার্থীদের জীবনকে এই অনিরাপদ পরিস্থিতিতে ঠেলে দেওয়ার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না।

তিনি আরও বলেন, গত ১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থীকে পিটিয়ে আহত করা হয়। মেয়েদের ওপরও হামলা করা হয়। এমনকি গুলিও করা হয়েছে। এসব দৃশ্য সারাবিশ্বের মানুষকে নাড়া দিয়েছে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্লজ্জের মতো নির্লিপ্ততার পরিচয় দিয়েছে। উপর্যুপরি তারা পরের দিন বিশ্ববিদ্যালয়ের ভেতরে পুলিশ-বিজিবি-সোয়াতের মতো রাষ্ট্রীয় বাহিনী দিয়ে নিজেদের শিক্ষার্থীদের ওপর নির্মম হামলা করতে, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড মারতে সহযোগিতা করেছে। আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের একের পর এক গ্রেপ্তার, গুম, মামলা, হয়রানি করা হচ্ছে; অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বিকার। এর পরও কি আর এই প্রশাসনের ওপর শিক্ষার্থীদের আস্থা থাকতে পারে?

এ ছাড়া বিবৃতিতে তিনি চার দফা দাবি জানান। সেগুলো হলো- অবিলম্বে হল-ক্যাম্পাস খুলে দিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অতিসত্বর কারফিউ প্রত্যাহার করতে হবে; শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ ভিসি ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে। হত্যার দায়ে সরকারের পদত্যাগ করতে হবে; সন্ত্রাস- দখলদারত্ব বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে, ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে; প্রশাসনিক তত্ত্বাবধানে প্রত্যেক বৈধ শিক্ষার্থীর জন্য হলে সিট নিশ্চিত করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসুর ভিপি-এজিএস পদে জয়ী শিবির, জিএসে স্বতন্ত্র

চাকরি দিচ্ছে ইবনে সিনা, আবেদন করুন দ্রুত

নরসিংদীতে কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর আজ

রাকসু নির্বাচনে আরও ৩ হলের ফল প্রকাশ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

১৭ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

রাকসু নির্বাচন / মেয়েদের ৬ হলে ভিপি-এজিএস পদে শিবির, জিএসে আম্মার

রাকসুতে ১৩ হলের ফল ঘোষণা

১০

পরিবেশ, পরিস্থিতি ও শৃঙ্খলা ফেরাতে সরকার ব্যর্থ : মোস্তফা জামান

১১

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

১২

‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে ঢাবিতে মশাল মিছিল

১৩

এইচএসসিতে উত্তীর্ণ / গুমের শিকার হিরুর কন্যা নাবিলাকে তারেক রহমানের শুভেচ্ছা

১৪

জন্মদিনে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত রাশেদ প্রধান

১৫

দুই খুদে ফুটবলারের পাশে বিএনপি

১৬

রাকসুতে শহীদ হবিবুর রহমান হলে ভিপি–এজিএসে শিবির, জিএসে আম্মার

১৭

বিশ্লেষণ / কেন পাকিস্তান-তালেবানদের মধ্যে সমঝোতা সহজ নয়

১৮

রাকসুতে ১১ হলের ফল ঘোষণা, এগিয়ে যারা

১৯

শিগগির উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

২০
X