কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩ এএম
অনলাইন সংস্করণ

নেপালে কারফিউ ভেঙে আজও সড়কে নামলেন তরুণরা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কারফিউ আদেশ অমান্য করে কাঠমান্ডুর নতুন বানেশ্বর এবং অন্যান্য অংশে তরুণরা বিক্ষোভ শুরু করেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালেই তারা সেখানে অবস্থান নেন। সোমবারের বিক্ষোভে সরকারি দমন-পীড়নের প্রতিবাদে আজ তারা সড়কে নেমেছেন।

কাঠমান্ডুতে সোমবার বিক্ষোভরত তরুণরা হতাহতের খবরে দেশজুড়ে ক্ষোভ বিরাজ করছে। ওই দিন জেন-জি বিক্ষোভের সময় পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করলে কাঠমান্ডুতে কমপক্ষে ১৭ জন এবং ইটাহারিতে দুজন বিক্ষোভকারী নিহত হন। ৪০০ জনেরও বেশি বিক্ষোভকারী গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে সরকার; কিন্তু তরুণরা দমে না যাওয়ার ঘোষণা দিয়েছেন। নতুন নতুন এলাকায় সংগঠিত হচ্ছেন তারা।

দ্য কাঠমান্ডু পোস্ট জানায়, সরকারি দমন-পীড়নের প্রতিবাদে মঙ্গলবার ভোর থেকে কলঙ্কি, চাপাগাঁও এবং অন্যান্য স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। ফেডারেল পার্লামেন্ট ভবনের সামনে পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।

কর্তৃপক্ষ কাঠমান্ডু, ললিতপুর এবং ভক্তপুর জেলা জুড়ে কারফিউ জারি করেছে। কাঠমান্ডু জেলা প্রশাসন অফিস সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রিং রোডে কারফিউ ঘোষণা করেছে। যার মধ্যে বালকুমারী সেতু, কোটেশ্বর, সিনামঙ্গল, গৌশালা, চাবাহিল, নারায়ণ গোপাল চক, গঙ্গাবু, বালাজু, স্বয়ম্ভু, কলঙ্কি, বলখু এবং বাগমতী সেতু অন্তর্ভুক্ত রয়েছে।

ললিতপুরের কারফিউ সকাল ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত ২, ৪, ৯, ১৮ এবং ২৫ নম্বর ওয়ার্ডের কিছু অংশে চলবে। যার মধ্যে ভাইসেপতি, সানেপা এবং ছ্যাসাল অন্তর্ভুক্ত রয়েছে। ভক্তপুর মধ্যপুর থিমি, সূর্যবিনায়ক, চাঙ্গুনারায়ণ এবং ভক্তপুর পৌরসভায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকাল সাড়ে ৮টা থেকে সমাবেশের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ওই সব এলাকায় ১৯৭১ সালের স্থানীয় প্রশাসন আইনের ৬(৩) ধারার অধীনে সব ধরনের চলাচল, সমাবেশ, মিছিল, সভা এবং অবস্থান ধর্মঘট নিষিদ্ধ করা হয়েছে।

নিষেধাজ্ঞা সত্ত্বেও আজ সকালে নতুন বানেশ্বরে সংসদ ভবনের কাছে যুবকরা স্বতঃস্ফূর্তভাবে জড়ো হচ্ছেন। তারা কোনো ব্যানার বহন করছেন না। আজ তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সের নাগরিকদের দেখা যাচ্ছে। মধ্যবয়স্ক এক অংশগ্রহণকারী বলেন, গতকালের ঘটনা সরকারের ব্যর্থতা প্রকাশ করেছে। আমি এখানে তরুণদের পাশে দাঁড়াতে এসেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের দুই ছেলেসহ ফেঁসে গেলেন ১০ জন

কালবেলার বরিশাল ব্যুরো প্রধান তুষারের দাফন সম্পন্ন

পালাতে যাচ্ছেন অলি, ভারত সীমান্তে উচ্চ সতর্কতা

নেপালের মন্ত্রীদের হেলিকপ্টারে করে সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী

এআইইউবি চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধন

মৃত্যুর আগে বন্ধুকে নিয়ে যে স্মৃতিচারণ করেছিলেন মান্না

ফল না দেওয়ায় রাবি আরবি বিভাগে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা

এক ঘণ্টা আগে ভোট বর্জন করলেন ভিপি প্রার্থী

ডাকসুর ভোটগ্রহণ শেষ

স্পেনের ভিসার নামে সৌদির মরুভূমিতে ফেলে রাখার অভিযোগ

১০

নেপালে আটকে পড়া বাংলাদেশ দল নিয়ে যা জানাল বাফুফে

১১

এখনো নেপাল সরকারের চূড়ান্ত পতন হয়নি!

১২

ডাকসু নির্বাচনে ভোট কাস্ট ৮০ শতাংশ 

১৩

অনিয়মের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হচ্ছে : উপাচার্য

১৪

নুরাল পাগলার মরদেহ উত্তোলনের নির্দেশদাতা গ্রেপ্তার

১৫

একসঙ্গে আ.লীগের দুই নেতার পদত্যাগ

১৬

নেপালের প্রধানমন্ত্রী কোথায় পালাচ্ছেন?

১৭

বিনা মজুরিতে নারীর গৃহস্থালি কাজের মূল্য বছরে ৫ লাখ ৭০ হাজার কোটি টাকা

১৮

হারানো এনআইডি নিয়ে বড় সুখবর

১৯

দ.আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চট্টগ্রামের যুবক নিহত

২০
X