কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

গভর্নিং বডির প্রচ্ছন্ন ইন্ধনে এক শিক্ষককে পেটালেন আরেক শিক্ষক

সহকারী অধ্যাপক রকিব লিখনকে আহতাবস্থায় হাসপাতালে নেওয়া হয়। ছবি : সংগৃহীত
সহকারী অধ্যাপক রকিব লিখনকে আহতাবস্থায় হাসপাতালে নেওয়া হয়। ছবি : সংগৃহীত

এবার শিক্ষককে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন একই প্রতিষ্ঠানের আরেক শিক্ষক। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে রাজধানীর উত্তরা নওয়াব হাবিবুল্লাহ কলেজের শিক্ষক প্রতিনিধির কক্ষেই এমন অপ্রীতিকর ঘটনা ঘটে।

জানা যায়, পূর্বের একটি ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয় কয়েকজন শিক্ষকের মাঝে। সেটিকে কেন্দ্র করে সকালে বাংলা কলেজের সহকারী অধ্যাপক রকিব লিখন শিক্ষক কক্ষে ঢুকে বসা মাত্রই পেছন থেকে এলোপাতাড়ি কিল-ঘুষি দিতে থাকেন একই কলেজের ব্যবসায়িক সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের খণ্ডকালীন শিক্ষক মিরাজ হোসেন। হামলার একপর্যায়ে কাঠের শক্ত লাঠি দিয়ে আঘাত করলে মাটিতে পড়ে যান রকিব লিখন। ঘটনা টের পেয়ে কয়েকজন শিক্ষক গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। গুরুতর আহতাবস্থায় উত্তরা কুয়েত মৈত্রী হলে চিকিৎসাধীন রয়েছেন রকিব লিখন।

উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষক রকিব জানান, মাথার পেছনে সজোরে আঘাত লাগায় পেছনের একটি পাশ ফুলে গেছে। ডান হাতের একটি পাশ নাড়াতে পারছি না। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হামলার শিকার হয়েছি আমি। কলেজের কম্পিউটার অপারেটর সবুজও আমার দিকে তেড়ে এসেছিল মারার জন্য। তবে অন্য শিক্ষকরা এগিয়ে আসায় আর হামলা করতে পারেনি মিরাজ, সবুজ গংরা।

রকিব আরও জানান, কথিত খণ্ডকালীন শিক্ষক মিরাজসহ কলেজের সাজ্জাদ হোসেন, হারুনুর রশীদ, বাহাদুর হোসেনসহ কম্পিউটার সবুজ গংদের রয়েছে বিশাল এক সিন্ডিকেট। এই সিন্ডিকেটটি বিগত আওয়ামী স্বৈরাচার সরকারের স্থানীয় এমপি সাহারা খাতুন, হাবিব হাসান এবং খসরু চৌধুরীর আশীর্বাদপুষ্ট। যাদের বিরুদ্ধে কিছু বলতে গেলে কিংবা মতের অমিল হলেই তারা বেঁকে বসেন।

এ ঘটনায় নওয়াব হাবিবুল্লাহ কলেজে গিয়ে দেখা মেলে জীববিজ্ঞান বিভাগের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেনের সঙ্গে। ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষক মিরাজকে সম্মিলিতভাবে বয়কট করেছেন কলেজের সকল শিক্ষক। তবে তাদের কথিত সিন্ডিকেটের দুর্নীতির কথা অস্বীকার করেন শিক্ষক সাজ্জাদ। তিনি জানান, মাত্র ২ মাস হয়েছে তাদের স্কুলে নতুন গভর্নিং বডি হয়েছে। দুর্নীতি করলে পূর্বের কমিটি জানতে পারে।

উল্লেখ্য, নতুন এই গভর্নিং বডি গঠিত হয় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক এবং সদ্য বিলুপ্ত সংসদের স্থানীয় সংসদ সদস্য খসরু চৌধুরীর তত্ত্বাবধানে।

এ বিষয়ে নওয়াব হাবিবুল্লাহ কলেজের প্রধান শিক্ষিকা মির্জা মাহমুদা জানান, তাৎক্ষণিকভাবে মিরাজকে বের করে দেওয়া হয়েছে কলেজ প্রাঙ্গণ থেকে। স্থায়ীভাবে বহিষ্কার করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তবে কলেজের নানা অনিয়ম, দুর্নীতি ও বিশৃঙ্খলার সঙ্গে জড়িতদের বিষয়ে জানতে চাইলে আওয়ামী আশীর্বাদপুষ্ট প্রধান এই শিক্ষিকা জানান, মাত্র এক মাস আগে তিনি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এসব বিষয়ে তিনি অবগত নয়। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এসব অভিযোগের বিষয়েও দ্বিমত পোষণ করেন। তিনি বলেন, হয়তো একটা মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব করছে।

এই ঘটনায় আহত শিক্ষক রকিব লিখনের স্ত্রী উত্তরা পূর্ব থানায় একটি জেনারেল ডায়েরি করেছেন। তিনি জানান, পরবর্তী নিরাপত্তার স্বার্থেই এটি করে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১০

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১১

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১২

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১৩

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

১৪

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

১৫

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

১৬

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

১৭

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

১৮

সড়কে ঝরল বিএনপি নেতার প্রাণ

১৯

অতীত ভুলে শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার অঙ্গীকার নুরুদ্দিন অপুর

২০
X