ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ১০:৫৯ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

হল পরিদর্শনে গিয়ে ঢাবি ভিসির আচরণে মুগ্ধ শিক্ষার্থীরা

ঢাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান শনিবার বিকেলে হল পরিদর্শনে যান। ছবি : কালবেলা
ঢাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান শনিবার বিকেলে হল পরিদর্শনে যান। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ছুটির দিনে বিশ্ববিদ্যালয়ের তিন আবাসিক হল পরিদর্শন করেছেন। প্রাধ্যক্ষবিহীন এই হলগুলোতে যাওয়ার পর প্রাধ্যক্ষের চেয়ারে বসতে দেওয়া হলেও তাতে না বসে হাউস টিউটরদের সঙ্গে বসেছেন। এই বিনয়ী আচরণের কারণে মুগ্ধ হয়েছেন শিক্ষার্থীরা। প্রশংসায় ভাসছেন উপাচার্য।

শনিবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, জিয়া হল ও বিজয় একাত্তর হলে ঘুরে শিক্ষার্থী এবং হাউস টিউটরদের সঙ্গে মতবিনিময় করে সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন উপাচার্য। এ সময় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

জানা যায়, হলগুলোতে গিয়ে ঢাবি উপাচার্য শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন, কোনো দাবি-দাওয়া আছে কিনা বা কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়ে জানতে চান। শিক্ষার্থীরাও তাদের অনুভূতি প্রকাশ করেন। এছাড়া হলগুলোর হাউস টিউটররাও সার্বিক বিষয়ে উপাচার্যকে অবহিত করেন। এ সময় শেখ মুজিব হল ও জিয়াউর রহমান হলের হাউস টিউটররা তাকে প্রভোস্ট চেয়ারে বসার অনুরোধ জানালে চেয়ারের সম্মানে তাতে অস্বীকৃতি জানান।

এ বিষয়ে শেখ মুজিবুর রহমান হলের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. আরাফাত হোসাইন ভূঁইয়া ফেসবুকে লেখেন, নবনিযুক্ত ভিসি স্যার আজ আমাদের হলে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে আসেন। ভিসি স্যারকে হাউস টিউটর স্যাররা বারবার প্রভোস্ট স্যারের চেয়ার এগিয়ে দিলেও স্যার তা প্রত্যাখ্যান করেন এবং বলেন, ‘যার চেয়ার সেখানে তিনিই বসবেন’। এটাই পরিবর্তন। এটাই মুগ্ধতা।

আরাফাতের স্ট্যাটাসের কমেন্ট বক্সে মুখলেসুর রহমান রাফিদ নামে এক শিক্ষার্থী লেখেন, যোগ্যরা যোগ্য স্থানে গেলে বিনয়ী হয়, আর অযোগ্যরা যোগ্য স্থান পেলে অহংকারী হয়!

এবি যুবাইর নামে ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থী তার টাইমলাইনে লেখেন, এমন বিনয়ী, নিরহংকার এবং একইসঙ্গে যোগ্য উপাচার্যই শিক্ষার্থীরা চেয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ কালবেলাকে বলেন, আজ উপাচার্যসহ আমরা তিন হলে গিয়ে শিক্ষার্থী ও হাউস টিউটরদের সঙ্গে কথা বলেছি। শিক্ষার্থীরা কেমন হল দেখতে চায়, প্রভোস্ট ছাড়া তারা কীভাবে অর্গানাইজ করে চলছে এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুষকাণ্ডে এবার জামায়াতের সেই আইনজীবীর সনদ স্থগিত

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন, আলোচনা হবে যেসব ইস্যুতে

চাঁদাবাজির অভিযোগে ২ যুবককে গণপিটুনি

সেই তন্বীর বিরুদ্ধে লড়বেন জান্নাতুন নাহার

দুই বাসের ধাক্কায় প্রাণ গেল হেলপারের

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুতে সিইউজে’র শোক

রাজধানীর পান্থপথে দেয়াল ধসে নিহত ১

কালকিনিতে আনিসুর রহমান খোকন / মায়েদের পাশে থাকবে বিএনপি

দিনে কত কাপ চা খাওয়া উচিত, জানালেন বিশেষজ্ঞ

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস কেমন হবে, জানা গেল

১০

শান্ত-সৌম্যর বাদ পড়ার কারণ জানালেন গাজী আশরাফ

১১

বিএনপির সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

১২

‘এখন কাউকে ধরতে যৌক্তিক কারণ লাগে না, তবে সত্যের জয় হবে’

১৩

হাওরে নৌকা ডুবে নিখোঁজ ২

১৪

‘পৃথক সচিবালয় ছাড়া বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা অর্জন সম্ভব নয়’

১৫

রাতের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৬

বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ৩৮০০০ টাকা

১৭

চট্টগ্রামে শিল্পী সম্মিলন ও আর্ট ক্যাম্পে মিলন মেলা

১৮

যে কারণে এশিয়া কাপ দলে সোহান-সাইফ, জানালেন প্রধান নির্বাচক

১৯

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কবে, জানালেন প্রশাসক

২০
X