কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৫ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ইউজিসিতে দুই সদস্য নিয়োগ

অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। ছবি : সংগৃহীত
অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখার উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ, ১৯৭৩ এর সংশোধিত আইন, ১৯৯৮- এর ৪ (১) (বি) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের মেয়াদ হবে ৪ বছর। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবেন।

ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের বিষয়ে আমি অবহিত হয়েছি।

এদিকে, গত রোববার (০৮ সেপ্টেম্বর) একই দিনে ইউজিসি সদস্যপদ থেকে তিনজন পদত্যাগ করেছেন। প্রথমে পদত্যাগ করেন অধ্যাপক মুহাম্মদ আলমগীর। পরে পদত্যাগপত্র জমা দেন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। সর্বশেষ পদত্যাগ করেন অধ্যাপক ড. মো. জাকির হোসেন। এর আগে গত বুধবার (০৪ সেপ্টেম্বর) পদত্যাগ করেন অধ্যাপক হাসিনা খান।

রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া পদত্যাগপত্রে অধ্যাপক সাজ্জাদ লিখেছেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য পদ থেকে অব্যাহতি প্রার্থনা করছি।

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন অধ্যাপক মুহাম্মদ আলমগীর। পদত্যাগপত্রে তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কারণে ইউজিসি সদস্যের পদ ছাড়ার পর তিনি তার আগের কর্মস্থল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে পুনঃযোগদান করবেন।

অধ্যাপক জাকিরের কাছে পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি কালবেলাকে এ ব্যাপারে স্পষ্ট জবাব না দিয়ে বলেন, তার পদত্যাগপত্র অফিসের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর আগে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ইউজিসির সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ। তারা বাবা সদ্য সাবেক ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। এ ছাড়া ১১ আগস্ট ইউজিসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। তিনি আওয়ামী লীগের প্রভাবশালী সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহর ভাই ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতির বাড়ি এখন কিন্ডারগার্টেন স্কুল

রাজধানীতে বাসের ধাক্কায় ক্রিকেটার নিহত

সর্বকালের সব রেকর্ড ভেঙে আবার বাড়ল স্বর্ণের দাম

অভিনয়ের বাইরে অন্য এক কৃতি

একেবারে শেষ মুহূর্তে গোল হজম, জিততে পারল না বাংলাদেশ

শিশুর কাশি হলে সঙ্গে সঙ্গে কফ সিরাপ নয়

অনড় এমপিওভুক্ত শিক্ষকরা, আজ ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি

৬ দফায় যত বাড়ল স্বর্ণের দাম

ইলেকট্রনিকস ও কমার্শিয়াল বিভাগে চাকরি দিচ্ছে দারাজ

অ্যাটলির সিনেমায় যশ

১০

বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে যা জানাল বিসিবি

১১

নিরাপদ অভিবাসন নিয়ে আইওএম’র চলচ্চিত্র প্রদর্শনী

১২

আকিজ গ্রুপে চাকরির সুযোগ, আজই আবেদন করুন

১৩

রাকসু নির্বাচন / শিবির প্যানেলের ৫ বস্তা খাবার ফেরত পাঠাল নির্বাচন কমিশন

১৪

ফ্রিজে রাখা খাবার থেকে কি ইউরিন ইনফেকশন হয়, যা জানালেন চিকিৎসক

১৫

দীপিকার পাশে কঙ্কনা

১৬

কতজন ফিলিস্তিনি বন্দি মুক্তি পেলেন, জানাল ইসরায়েল

১৭

চাঁদা না দেওয়ায় ২৯ দিন ধরে মাদ্রাসা বন্ধ

১৮

আমার জীবনে সালমান একজন গার্ডিয়ান অ্যাঞ্জেল: এলি আভরাম

১৯

মধ্যরাতে হঠাৎ মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদার

২০
X