ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০৯:৪৫ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

তারেক-জুবাইদার বিরুদ্ধে রায় উদ্দেশ্যপ্রণোদিত : ঢাবি সাদা দল

ঢাকা বিশ্ববিদ্যালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলায় সাজা প্রদানের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতপন্থি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন সাদা দল।

বুধবার সংগঠনের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতের আজকের রায়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা মিথ্যা ও সাজানো দুর্নীতির মামলার উদ্দেশ্যপ্রণোদিত এ রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এটি প্রত্যাখ্যান করছি। ২০০৭ সালে ১/১১ এর জরুরি সরকারের সময় বিএনপিকে ধ্বংস এবং দেশকে বিরাজনীতিকরণের ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদক তথাকথিত দুর্নীতির মামলা দায়ের করে। আমরা মনে করি, দীর্ঘ ১৬ বছর পর হাঠৎ তড়িঘড়ি করে এ মামলার শুনানির (১৬ কার্য দিবসে ৪২ জনের সাক্ষ্যগ্রহণ) পর দ্রুত রায় প্রদান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বর্তমান অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারের ইশারাতেই এ রায় হয়েছে। দেশবাসী সবাই জানে যে, এ সরকার বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিকে রাজনৈতিক কৌশলে মোকাবিলার পরিবর্তে শুরু থেকেই আইন-আদালতকে ব্যবহার করে আসছে। তারেক রহমান এবং ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দেওয়া আজকের রায়টি সেই পুরোনো কৌশলেরই ধারাবাহিকতা। বস্তুত তারেক রহমানকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন এবং ডা. জুবাইদা রহমানের মতো একজন বরেণ্য চিকিৎসকের সম্মান ক্ষুণ্ন করা অশুভ উদ্দেশ্য নিয়েই এ কাজটি করা হয়েছে।

তারা আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির নেতৃত্বে চলমান গণআন্দোলনে সরকার ভীত ও অস্বস্তিতে পড়েছে। দেশে ফিরে এসে ডা. জুবাইদা রহমান চলমান আন্দোলনে যোগ দিতে পারেন এবং তা হলে আন্দোলন নতুন গতিবেগ লাভ করবে। ফলে ২০১৪ এবং ২০১৮ সালের মতো প্রহসনের নির্বাচন আয়োজন করে ক্ষমতায় থাকার স্বপ্ন পূরণ হবে না- এ আশঙ্কায় সরকার ভীত হয়ে পড়েছে। তদুপরি আমেরিকার ভিসা নীতি এবং ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনের জন্য অব্যাহত চাপ বৃদ্ধিতে দিশেহারা হয়ে সরকার নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে। তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে ঘোষিত মামলার আজকের রায়টি এ অপকৌশলেরই অংশ। চলমান গণতান্ত্রিক আন্দোলনের দিকনির্দেশনা দানকারী তরুণ প্রজন্মের জনপ্রিয় নেতা তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশের বাইরে এবং রাজনীতি থেকে সরিয়ে রেখে সরকার নিজেদের ফ্যাসিস্ট শাসন অব্যাহত রাখতে চায়। এ অশুভ পরিকল্পনার অংশ হিসেবেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও প্রহসনের বিচারের মাধ্যমে সাজা দিয়ে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে সরিয়ে রেখেছে। এবারের রায়ের মাধ্যমে ডা. জুবাইদা রাহমানকেও নির্বাচন অযোগ্য করার অপকৌশল গ্রহণ করা হলো। আমরা মনে করি, এসব অপকৌশলের মাধ্যমে সাময়িকভাবে হয়তো সরকার সুবিধা নিতে পারবে, কিন্তু শেষ পর্যন্ত সত্য ও ন্যায়েরই বিজয় হবে। খালেদা জিয়া এবং জিয়া পরিবারের বিরুদ্ধে যে অন্যায়-অবিচার করা হচ্ছে এর পরিণাম সংশ্লিষ্টদের এক দিন ভোগ করতে হবে। এ দেশের মানুষ এখন সচেতন, তারা প্রকৃত সত্য উপলব্ধি করতে সক্ষম। ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলে তারা এর সমুচিত জবাব দিবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

আরও পড়ুন : দুদকের মামলায় তারেক-জুবাইদার রায় ঘোষণা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

পিয়াইন নদীতে অবাধে বালু লুট, হুমকিতে বসতবাড়ি 

সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

হোয়াটসঅ্যাপে নতুন কৌশলে অর্থ চুরি, যেভাবে নিরাপদ থাকবেন

টিটিইসহ ৫ জন আসামি / তিন মাসেও শেষ হয়নি ট্রেন থেকে ফেলে হত্যার তদন্ত

১০

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু

১১

রওনা দিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ, পাল্টা প্রস্তুতি ভেনেজুয়েলার

১২

দেশে হবে আরও ৫১৬ কমিউনিটি ক্লিনিক

১৩

ফেসবুকে আমেরিকার বিরুদ্ধে কিছু বললেই পাবেন না ভিসা

১৪

মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহত পরিবারের পাশে তারেক রহমান

১৫

আশুলিয়ায় বিপুল অবৈধ সিগারেটসহ আটক ২

১৬

স্কুলছাত্র রনি হত্যা, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৭

সরকারি অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নে সহযোগিতা করা হবে : মাহফুজ

১৮

শজিমেক হাসপাতালের উপ-পরিচালকের পদায়ন স্থগিতের দাবি

১৯

সিলেটে পাথর লুটে ১৩৭ নাম

২০
X