শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০৭:৩৯ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সোমালিয়ান ইউনিভার্সিটির উপাচার্য হওয়ায় এইউবির সাবেক অধ্যাপক ড. আসিফকে সংবর্ধনা

আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাসে অধ্যাপক ড. শেখ আসিফ এস মিজানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত
আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাসে অধ্যাপক ড. শেখ আসিফ এস মিজানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত

সোমালিয়ার দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হওয়ায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) সরকার ও রাজনীতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক ড. শেখ আসিফ এস মিজানকে সংবর্ধনা দিয়েছে এইউবি। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাসে এ সংবর্ধনা দেওয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এইউবির প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। বিশেষ অতিথির বক্তব্য দেন এইউবি সিন্ডিকেট সদস্য ও সাদিক ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক এসএম ইয়াছিন আলী। সভাপতিত্ব করেন এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাকির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান ভূইয়া। অনুষ্ঠানের শুরুতে শেখ আসিফ এস মিজানকে ফুলেল শুভেচ্ছা জানান প্রতিষ্ঠাতা উপাচার্য ড. সাদেক। এরপর শুভেচ্ছা জানান সরকার ও রাজনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক নিঘাত সুলতানা ও বিভাগের অন্য শিক্ষকরা।

এ সময় ড. আসিফ মিজান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতি ও এর প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য ড. সাদেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্জন এইউবির অর্জন, এই অর্জনের জন্য মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন তিনি। উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, স্বপ্ন দেখতে পারলে এবং লেগে থাকলে স্বপ্ন বাস্তবায়ন হবেই।

প্রধান অতিথির বক্তব্যে ড. সাদেক বলেন, আসিফ মিজান একজন মেধাবী ও পরিশ্রমী মানুষ, সে পরিশ্রম করেছে বলেই সফল হয়েছে। এ সময় তিনি এইউবি ও দারুস সালাম ইউনিভার্সিটির মধ্যে গবেষণা ও সংস্কৃতি বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন। ভবিষ্যতে একটি আন্তর্জাতিক সেমিনার আয়োজনের বিষয়েও কথা বলেন এবং শিক্ষার্থীদের আগ্রহের বিষয়গুলোকে সামনে রেখে এ দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) করার ব্যাপারেও আলোচনা করেন।

ডক্টর শেখ আসিফ এস মিজান এর আগে সোমালিয়ার সিটি ইউনিভার্সিটি অব মোগাদিসুর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, আলফা ইউনিভার্সিটির পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধ্যাপক, ইউনিভার্সিটি অব ব্যুরাউয়ের পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ঢাকার কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক এবং শিক্ষার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসুতে ৩ হলের ফল ঘোষণা, এগিয়ে যারা

সেমিফাইনালে থামলেন জারিফ

বরিশালে কালবেলার বর্ষপূর্তি উদযাপন / ‘আগামী দিনেও জনগণের কথা বলবে কালবেলা’

রাকসুতে রোকেয়া হলের ফল ঘোষণা

পুরো ভবনটিই জ্বলছে, থেমে থেমে বিস্ফোরণ

রাকসুর এক হলের ফল ঘোষণা, ভিপি-এজিএসে এগিয়ে শিবির

তিন পেরিয়ে চারে কালবেলা / সত্য-সুন্দর-সাহসের অভিযাত্রায় নতুন স্বপ্ন

সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

কুষ্টিয়ায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চট্টগ্রামে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বক্তারা / পরিশুদ্ধ সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখবে কালবেলা

১০

ফরিদপুর বিভাগ বাস্তবায়ন দাবিতে পদযাত্রা ও গণসমাবেশ

১১

সিলেটে প্রতিষ্ঠাবার্ষিকীতে সুধীজনদের মিলনমেলা / ‘কম সময়ে কালবেলা প্রত্যাশার চেয়ে বেশি অবদান রাখছে’

১২

বিএনপিতে যোগ দিলেন চার শতাধিক সনাতনী ধর্মাবলম্বী

১৩

ইবিতে পুকুরে ডুবে যাচ্ছিলেন দুই শিক্ষার্থী, বাঁচালেন সিনিয়র

১৪

কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে শরীয়তপুর সাংবাদিক সমিতির শুভেচ্ছা

১৫

দীপাবলির আগে ভারতে স্বর্ণ চোরাচালানের হিড়িক, রেকর্ড দাম কালোবাজারে

১৬

রাষ্ট্রীয় উদ্যোগে লালন স্মরণোৎসব শুরু শুক্রবার

১৭

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা

১৮

বসুন্ধরা এক্সপো ভিলেজে ইন্টেরিয়র-ফার্নিচার-সাইনেজ এক্সপো উদ্বোধন

১৯

রাকসু নির্বাচন / ভোটগ্রহণে কোনো অসংগতি চোখে পড়েনি : নির্বাচন পর্যবেক্ষণ কমিটি

২০
X