পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলায় সংবাদ প্রকাশ, পাবিপ্রবির ছাত্রদল নেতা বহিষ্কার

পাবিপ্রবির ছাত্রদল নেতা রফিকুল ইসলাম বকুল। ছবি : সংগৃহীত
পাবিপ্রবির ছাত্রদল নেতা রফিকুল ইসলাম বকুল। ছবি : সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) জিয়া সাইবার ফোর্সের কমিটির বিতর্ক নিয়ে কালবেলায় সংবাদ প্রকাশের পর তা আমলে নিয়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাবিপ্রবি ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করেছেন কেন্দ্রীয় ছাত্রদল।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃত ছাত্রদল নেতার নাম রফিকুল ইসলাম বকুল। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং জিয়া সাইবার ফোর্সের নবগঠিত পাবিপ্রবি শাখার আহ্বায়ক। এ ছাড়াও তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব সানজিদ হাসান প্রান্তের অনুসারী বলে পরিচিত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য রফিকুল ইসলাম বকুলকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

এর আগে গত ৭ জানুয়ারি জিয়া সাইবার ফোর্সের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান মুহাম্মদ আলফাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক রবিউল আউয়াল তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রফিকুল ইসলাম বকুলকে আহ্বায়ক এবং মো. ওলিউল্লাহকে সদস্যসচিব করে জিয়া সাইবার ফোর্সের পাবিপ্রবি শাখার ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ৫ জন নেতাকর্মী পদ পায়।

ছাত্রলীগ নেতাকর্মীদের কমিটিতে পদ পাওয়ার বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম বকুল কালবেলাকে বলেন, আমি যতটুকু খোঁজখবর নিয়েছি তাতে ওরা যে ছাত্রলীগ করতো সেই রকম কোনো তথ্য পাইনি। আর আশিকের বিষয় হলো ও আমার এলাকারই, ওর পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ক্যাম্পাসে হলে থাকার জন্য ও হয়ত এতদিন কৌশল অবলম্বন করেছে।

রফিকুল ইসলাম বকুলের এই বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। এরই প্রেক্ষিতে রফিকুল ইসলাম বকুলকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় ছাত্রদল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ওভারের নাটকীয়তায় প্রোটিয়াদের কাছে বাংলাদেশের হার

নিষিদ্ধ হওয়া ভিডিও নির্মাতাদের সুখবর দিল ইউটিউব

জাতিসংঘের ৮০তম বার্ষিকী অনুষ্ঠানে জামায়াতের অংশগ্রহণ

‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়াও আমাদের দিনে দাঁড়াতে পারবে না’ 

রিপন মিয়াকে প্রাণনাশের হুমকি

ঢাবি সাদা দলের বিবৃতি / এমপিওভুক্ত শিক্ষকদের ওপর আক্রমণ অপ্রত্যাশিত

৪৮ জেলার ৪৩৫ স্পটে হত্যাকাণ্ড ঘটায় পুলিশ-যুবলীগ : তাজুল ইসলাম

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত নেতার

ইয়ামালের জন্য আল হিলালের ৫২৬০ কোটি টাকার প্রস্তাব!

অতিরিক্ত সিম স্বেচ্ছায় বাতিল না করলে যা করবে বিটিআরসি

১০

‘দ্বাদশ ব্যক্তি’ হামজাদের প্রতিপক্ষ

১১

জনগণের আমানত রক্ষায় জমিয়ত সর্বদা সচেষ্ট থাকবে : মোহাম্মদ আলী

১২

স্বর্ণে সর্বোচ্চ দামের নতুন ইতিহাস, ভরি কত

১৩

অসুস্থ নাতনিকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল নানা-নানির

১৪

এবার রুপার দামেও নতুন রেকর্ড

১৫

ডিএসসিসির সাবেক প্রধান নির্বাহীসহ ৬ জনের নামে মামলা

১৬

কেশবপুরে মন্দির থেকে স্বর্ণালংকার, শালগ্রাম শিলা চুরি

১৭

সাত কলেজকে বিশ্ববিদ্যালয় করার আগে যা ভাবতে বললেন নুর

১৮

অনলাইন জুয়া চক্রের শীর্ষ এজেন্ট লিপু রিমান্ডে

১৯

ভারতীয় নাগরিক জগদীশকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

২০
X