ষষ্ঠবারের মতো আয়োজিত হতে যাওয়া বাংলাদেশ রোবট অলিম্পিয়াড-২০২৩ এর অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৬ আগস্ট) এক অনলাইন অনুষ্ঠান থেকে নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে আইসিটি অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের যৌথ আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিন বলেন, বহির্বিশ্বে আমাদের দেশের নাম উজ্জ্বল করার একটা বিরাট প্লাটফর্ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াড। পাশাপাশি আমাদের দেশের শিক্ষার্থীদের মেধা বিকাশে এই কার্যক্রম সহায়ক হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল। অলিম্পিয়াডের নিবন্ধনের নিয়ম সম্পর্কে অবগত করার পাশাপাশি শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল। এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ড. সেঁজুতি রহমান।
উল্লেখ্য, এ বছর ২০০৫ বা তারপরে জন্মগ্রহণ করা বাংলাদেশে অধ্যয়নরত শিক্ষার্থীরা বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের ওয়েবসাইটে গিয়ে ষষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড-২০২৩ এর নিবন্ধন করা যাবে। আগামী ১৩ থেকে ১৬ সেপ্টেম্বর অলিম্পিয়াডের সব ক্যাটাগরির অনলাইন বাছাই পর্ব অনুষ্ঠিত হবে এবং অনলাইন বাছাই পর্ব থেকে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে আগামী ২৯ থেকে ৩০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে। এ বছর মোট পাঁচটি ক্যাটাগরিতে (ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবট ইন মুভি, ফিজিক্যাল কম্পিউটিং, ড্রোন মেজ ও রোবটিকস কুইজ) অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে। ‘দ্য অলিম্পিক’ প্রতিপাদ্যের ওপর নির্ভর করে এ বছর শিক্ষার্থীদের রোবট তৈরি করতে হবে। জাতীয় পর্বের বিজয়ীদের থেকে পারফরম্যান্সের ভিত্তিতে আবাসিক ক্যাম্পের মাধ্যমে বাংলাদেশ দল গঠন করা হবে। এই দল আগামী জানুয়ারিতে গ্রিসের এথেন্সে ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে।
মন্তব্য করুন