শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ১১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

‘কৃষি ইনইস্টিটিউটের শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে কাজ করছে মন্ত্রণালয়’

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

দেশের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোর (এটিআই) ছাত্রছাত্রীদের ৮ দফা দাবির প্রেক্ষিতে কৃষি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত বাস্তবায়নে মন্ত্রণালয় কাজ করছে।

ছাত্রছাত্রীদের ৮ দফা দাবি হলো :

১. এটিআই ছাত্রদের দাবির প্রেক্ষিতে সভায় কৃষি ডিপ্লোমাধারীদের উচ্চশিক্ষার নিমিত্ত একটি স্বতন্ত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয় এবং ১৭ এপ্রিল এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে।

২. জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ অনুযায়ী সরকারি কর্মচারীরা বেতন স্কেলের গ্রেডভিত্তিক পরিচিত হওয়ার বিধান থাকায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের ১০ গ্রেড বা ২য় শ্রেণির গেজেটেড বিষয়টি উল্লেখ করে দাবি অনুযায়ী প্রজ্ঞাপন জারির সুযোগ নেই। প্রতিবছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে সচিব পর্যায়ে পাবলিক সার্ভিস কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

৩. প্রতিষ্ঠানসমূহের শিক্ষক সংকট দূরীকরণে ইতোমধ্যে বিভিন্ন ইনস্টিটিউটে প্রশিক্ষক পদায়ন করা হয়েছে এবং স্বল্প সময়ের মধ্যে অবশিষ্ট শূন্য পদ দ্রুত পূরণ করা হবে।

৪. কৃষি ডিপ্লোমা শিক্ষার কারিকুলাম ও কারিগরি শিক্ষা বোর্ডের সঙ্গে কার্যক্রমে কোনো সমস্যা থাকলে তা লিখিত আকারে প্রেরণ করলে কারিগরি শিক্ষা বোর্ডের সঙ্গে আলোচনা করে সমাধানের ব্যবস্থা করা হবে।

৫. কৃষি গবেষণা প্রতিষ্ঠানে কৃষি ডিপ্লোমাধারীদের জন্য পদ সংরক্ষণে গবেষণা প্রতিষ্ঠানসমূহের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

৬. ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ন্যূনতম ১০ গ্রেডের সমপরিমাণ বেতন মন্ত্রণালয় প্রত্যাশা করে কিন্তু এ বিষয়ে কোনো সিলিং নির্ধারণ মন্ত্রণালয়ের এখতিয়ার বহির্ভূত।

৭. কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠ সংযুক্তিতে ভাতা প্রদানের বিষয়ে পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে মাঠ সংযুক্তিতে কীভাবে ও কি হারে ভাতা পান তা পর্যালোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

৮. উপসহকারী কৃষি কর্মকর্তাদের জন্য ফাউন্ডেশন কোর্সের বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ বিষয়ে ০২ মাসব্যাপী ট্রেনিং মডিউল গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে আছে।

উল্লেখ্য, এটিআই (কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট) সমূহের ছাত্রছাত্রীদের ৮ দফা দাবির প্রেক্ষিতে চলমান আন্দোলনের ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে এটিআই ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ও তাদের দাবি নিরসনে গত ১৩ এপ্রিল কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপর্যুক্ত সিদ্ধান্ত গুলো গৃহীত হয়।

সভায় কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ছয়জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এর আগে গত ১১ এপ্রিল আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি-দাওয়া বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও এটিআইয়ের অধ্যক্ষদের সঙ্গে অনলাইন সভা অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদিকে নিয়ে সুখবর দিলেন তাসনিম জারা

গুলিবিদ্ধ হাদির খোঁজ-খবর নিলেন ডা. জুবাইদা রহমান

এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্র-জনতার বিক্ষোভ

হাদির পরিবারের সদস্যদের পাশে ডা. জুবাইদা রহমান

‘হাদির অস্ত্রোপচারের সময় দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়’

ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘শালিসকে’ কেন্দ্র করে গুলিবিদ্ধ যুবক

নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে : প্রগতিশীল ইসলামী জোট

নিলামের পর ঢাকা ক্যাপিটালসের বড় চমক

১০

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর

১১

সাবেক রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক : স্বাস্থ্যের ডিজি

১৩

হাদিকে গুলি : হামলাকারীদের বিষয়ে ডিএমপির অনুরোধ

১৪

বিএনপি বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলতে চায় : মঈন খান

১৫

ডিএনএ বদলাতে শুরু করেছে মেরু ভালুক

১৬

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

১৭

লাফ দিয়ে কাঁধে কামড় বসিয়ে দিল কুকুর, ভিডিও ভাইরাল

১৮

গুলিবিদ্ধের ঘটনায় যা বললেন ওসমান হাদির বোন

১৯

হাদির অবস্থা ‌‘ক্রিটিক্যাল’, তিনি বেঁচে আছেন : ডা. জাহিদ হাসান

২০
X