বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের আরও ১২ জন সহকারী শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্যত্র চাকরি হওয়ার আবেদনের প্রেক্ষিতে তাদের অব্যাহতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
গত ৩০ এপ্রিল এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মদ রহিমা আক্তার স্বাক্ষরিত এই আদেশে শিক্ষকদের অব্যাহতি তাদের নিজস্ব আবেদনের প্রেক্ষিতে মঞ্জুর করা হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতে সরকারি কোনো পাওনা উদ্ঘাটিত হলে সংশ্লিষ্ট শিক্ষকরা তা পরিশোধ করতে বাধ্য থাকবেন। এছাড়াও, যেহেতু তারা স্বেচ্ছায় এবং চাকরির নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হওয়ার আগেই অব্যাহতি চেয়েছেন, তাই তারা কোনো প্রকার আর্থিক (পেনশন, আনুতোষিক ইত্যাদি) ও অনার্থিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন না।
উল্লেখ্য, এর আগে গত ১৬ এপ্রিল ২০২৫ আরও ১২ জন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চাকরি ছেড়েছিলেন। এই নিয়ে চলতি মাসের শুরুতেই মোট ২৪ জন সহকারী শিক্ষক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের চাকরি থেকে অব্যাহতি নিলেন। শিক্ষকদের এই অব্যাহতভাবে চাকরি ছেড়ে দেওয়ার কারণ সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
মন্তব্য করুন