বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৪তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে।
রোববার (১১ মে) সভায় নোবেল চন্দ্র রায়কে সাধারণ সম্পাদক করে ৪৯ সদস্য বিশিষ্ট নবগঠিত কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ও নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি দেবাশীষ পাল স্যার এবং জগন্নাথ হলের আবাসিক শিক্ষক ড. কালিদাস ভক্ত স্যার ও ড. সুবোধ দেবনাথ স্যার।
বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, বাংলাদেশের সভাপতি ড. পরিতোষ মন্ডল, সাধারণ সম্পাদক সমীর কুমার বিশ্বাস ও ভোলানাথ মিস্ত্রিসহ শতাধিক বিবেকানন্দ সৈনিক অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন।
তারা নবগঠিত কার্যনির্বাহী কমিটিকে পরামর্শ ও সহযোগিতা প্রদানের মাধ্যমে স্বামীজীর আদর্শের মানবিক, সামাজিক ও সেবামূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য করুন