জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনের সময় সাংবাদিকদের ব্যবহৃত মাইক্রোফোন মাটিতে রেখে দেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন শাখা শিবির সেক্রেটারি রিয়াজুল ইসলাম।
শনিবার (১৭ মে) নিজের ফেসবুক পোস্টে ‘জবি ঐক্যে’র পক্ষে দুঃখ প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, আন্দোলনের মাঠে কোনো টেবিল না থাকায় সাংবাদিকদের মাইক্রোফোন হাতে ধরেই ব্রিফিং দিতে হচ্ছিল। সর্বশেষ ব্রিফিংয়ের সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে এক ব্যক্তির হাতে থাকা প্রায় ৩০-৪০টি মাইক্রোফোন সাংবাদিকদের মধ্যে ফিরিয়ে দিতে সময় লাগছিল। তখন এক সাংবাদিকের পরামর্শে ওই ব্যক্তি মাইক্রোফোনগুলো ফ্লোরে রেখে দেন, যেখান থেকে সাংবাদিকরা তা নিয়ে নেন।
তিনি আরও বলেন, ‘সাংবাদিক ভাইয়েরা আমাদের পাশে থেকে যে কষ্ট করেছেন, তার মূল্য আমরা কখনোই দিতে পারব না। আমরা কখনোই চাইনি আমাদের কারণে কেউ কষ্ট পাক। আমাদের আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে আমরা দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। আমরা সব সময় সাংবাদিকদের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের অনেক সাংবাদিক ভাই আহত হয়েছেন। আমরা তাদের যথাযথ সম্মান দেওয়ার চেষ্টা করছি। ভবিষ্যতে আমরা আরও সতর্ক থাকব এবং সাংবাদিকদের সম্মান রক্ষায় সচেষ্ট থাকব। ইনশাআল্লাহ।’
মন্তব্য করুন