ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদলের দিনব্যাপী অবরোধ কর্মসূচি থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
আটক হওয়া ওই ছাত্রলীগ নেতার নাম এনায়েত হোসেন রেজা। তিনি ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদদীন হলের ২০০৭-০৮ সেশনের শিক্ষার্থী। আটকের পর তাকে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২২ মে) বিকেল পাঁচটায় রমনা উদ্যান থেকে তাকে আটক করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান বলেন, রেজা ছাত্রদলের কর্মসূচির সময় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তিন চারজন সহযোগীসহ ঘুরাঘুরি করছিলো। এসময় আমরা তাকে চিনতে পেরে তার পরিচয় জিজ্ঞেস করি। সে আমাদের মিডিয়াকর্মী পরিচয় দেয়। পরবর্তীতে সে পালিয়ে যেতে গেলে তাকে রমনা উদ্যান থেকে আটক করা হয়। কিন্তু তার বাকি সহযোগীরা পালিয়ে যায়।
জিসান বলেন, তাকে আটকের পর কোন মব করা হয়নি।
আটকের পরে পুলিশকে জানালে রমনা জোনের ডিসি মাসুদ ও এডিসি মামুন এসে তাকে হেফাজতে নেন।
মন্তব্য করুন