ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের জন্য অস্থায়ী হোস্টেলের দাবি ঢাবি শিবিরের 

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে শাখা ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান। ছবি : কালবেলা
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে শাখা ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের আবাসনসংক্রান্ত সংকট নিরসনে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে ঢাবি প্রশাসনকে স্মারকলিপি প্রদান করেছে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে এই স্মারকলিপি প্রদান করেন শাখা শিবির সভাপতি এসএম ফরহাদ। এ সময় শাখা শিবির নেতারা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে ঢাবি শিবির নেতারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে আবাসনসংক্রান্ত কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত বা সময়সীমা এখনো জানানো হয়নি। অথচ তাদের নিয়মিত পাঠদান আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। ফলে নবাগত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা চরম অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে দিন অতিবাহিত করছেন। নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে এই উদ্বেগ আরও প্রকট হয়ে উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ায়, প্রত্যেক শিক্ষার্থীর হলে সিট পাওয়ার অধিকার রয়েছে এবং প্রথম বর্ষেই হলে বৈধ সিট বরাদ্দ একটি মৌলিক ও ন্যায্য অধিকার।

এই প্রেক্ষাপটে চারটি দাবি পেশ করেছে শাখা শিবির। দাবিগুলো হলো :

১. নবীন শিক্ষার্থীদের জন্য অবিলম্বে আবাসনসংক্রান্ত একটি সুস্পষ্ট পরিকল্পনা প্রকাশ করতে হবে। যেসব শিক্ষার্থীর আবাসিকতা ইতোমধ্যে শেষ হয়েছে, তাদের সিট বাতিল করে নবাগতদের জন্য বরাদ্দ দিতে হবে। সিট বরাদ্দে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং রাজনৈতিক পক্ষপাতহীনতা নিশ্চিত করতে হবে।

২. সিট সংকটের অস্থায়ী সমাধান হিসেবে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় অস্থায়ী হোস্টেলের ব্যবস্থা করতে হবে এবং সেখান থেকে মেধা ও প্রয়োজনের ভিত্তিতে শিক্ষার্থীদের হলে স্থানান্তরের জন্য একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

৩. শিক্ষার্থীদের জন্য মাসিক সর্বোচ্চ ৪ হাজার টাকা হারে আবাসনভাতা (বৃত্তি) প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। যতদিন সিট বরাদ্দ সম্ভব না হবে, ততদিন এ ভাতা বহাল থাকবে। সিট বরাদ্দ পাওয়ার সাথে সাথেই বৃত্তি বন্ধ হয়ে যাবে।

৪. জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণরুম সংস্কৃতির কবর রচিত হয়েছে সে সংস্কৃতি যেন শিক্ষার্থীদের দুর্বলতা ও অসহায়ত্বের সুযোগ নিয়ে আবারও ফিরে না আসে। প্রশাসন যেন কোনোভাবেই সংকটের আপাত সমাধান হিসেবে গণরুম সৃষ্টির অপচেষ্টা না করে।

এ বিষয়ে শাখা সভাপতি এসএম ফরহাদ বলেন, কিছু মহল ‘বড় ভাই’ সেজে শিক্ষার্থীদের আশ্বাস দিচ্ছে ‘তোমাদের সিট দিব, তোমরা চলে এসো’। এতে অনেক শিক্ষার্থী ও অভিভাবক সাময়িকভাবে আশ্বস্ত হলেও, এটি একটি সুপরিকল্পিত ফাঁদ। আবাসন সংকট এখনো নিরসন না হওয়ায়, এই সুযোগকে ব্যবহার করে তারা রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে। ফলে শেষমেশ ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার্থীরাই।

তিনি বলেন, এমন পরিস্থিতিতে আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি- যাতে তারা অবিলম্বে আবাসন সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। এছাড়াও আমরা প্রশাসনকে স্মরণ করিয়ে দিতে চাই, শিক্ষার্থীদের অসহায়ত্বকে পুঁজি করে যেন ‘গণরুম’ সংস্কৃতি আবারও হলে ফিরে না আসে।

ফরহাদ জানান, স্মারকলিপি প্রদানের সময় উপাচার্য আমাদের আশ্বস্ত করেছেন, ডিনস কমিটি, প্রভোস্ট কমিটিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ছাত্রদের আবাসন সংকট নিরসনে দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এর আগেও ছাত্রশিবিরের পক্ষ থেকে ছাত্রীদের আবাসন বৃত্তি প্রদানের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। সে প্রেক্ষিতে উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রীদের আবাসন ভাতা প্রদানের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারাল : ১২ দলীয় জোট 

খালেদা জিয়ার কবর খোঁড়ার প্রস্তুতি চলছে

রংপুরের ছয় আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৫৬ জন প্রার্থী

বিলিয়নিয়ারের তালিকায় বিয়ন্সে

রাজনীতিতে খালেদা জিয়ার অবদান মানুষ মনে রাখবে: মাশরাফী

কোন কোন বিশ্বনেতার সঙ্গে দেখা করেছেন খালেদা জিয়া

খালেদা জিয়ার মরদেহ নেওয়া হবে সংসদ ভবনে, সময় জানালেন প্রেস সচিব

খালেদা জিয়ার মৃত্যু, তারেক রহমানের স্ট্যাটাস

খালেদা জিয়ার মৃত্যুতে আজহারীর শোক প্রকাশ

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাবিতে তিন দিনের শোক

১০

খালেদা জিয়ার মৃত্যু / সরকারি প্রতিষ্ঠান ও সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য যে নির্দেশনা

১১

বৃহস্পতিবার পর্যন্ত ঢাবির ক্লাস-পরীক্ষা স্থগিত

১২

রাষ্ট্রীয় শোকেও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, যা জানাল অধিদপ্তর

১৩

নিকলীতে ৩ দিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা

১৪

তীব্র শীতের মধ্যেও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১৫

বড় চমক রেখে ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

১৬

ফ্যাসিবাদের বিরুদ্ধে মুক্তির প্রেরণা জুগিয়েছেন খালেদা জিয়া : প্রধান উপদেষ্টা

১৭

খালেদা জিয়ার মৃত্যুতে পৈতৃক বাড়িতে স্বজনদের ভিড়

১৮

গুলশানে জরুরি সভায় তারেক রহমান

১৯

খালেদা জিয়ার মৃত্যুতে ক্যালিফোর্নিয়া বিএনপির দোয়া মাহফিল

২০
X