কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১২:২০ এএম
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৭:১৩ এএম
অনলাইন সংস্করণ

অবশেষে আ.লীগের মন্ত্রীর ভাইকে সরানো হলো মুদ্রণ শিল্প সমিতি থেকে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিনামূল্যের পাঠ্যবইসহ বিভিন্ন মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি। অবশেষে আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের নিয়ন্ত্রণমুক্ত হলো দেশের গুরুত্বপূর্ণ সংগঠনটি। সরকারের হস্তক্ষেপে সমিতির সভাপতির পদ থেকে সরানো হলো রব্বানী জব্বারকে। সমিতির কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে সরকার একজন প্রশাসক নিয়োগ দিয়েছে।

রব্বানী জব্বার আওয়ামী লীগের সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের ছোট ভাই। তিনি বিনা ভোটে নেত্রকোনার কালিয়াজুড়ী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

রোববার (১৩ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের (বাণিজ্য সংগঠন-২ শাখা) বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ রেহান উদ্দিনের সই করা এক অফিস আদেশে মুদ্রণ শিল্প সমিতিতে প্রশাসক নিয়োগের কথা জানানো হয়েছে।

নবনিযুক্ত প্রশাসককে ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে অফিস আদেশে।

জানা গেছে, গত ৫ আগস্ট সরকারের পতন হলেও রব্বানী জব্বার মুদ্রণ শিল্প সমিতির সভাপতি হিসেবে বহাল তবিয়তে ছিলেন, যা মুদ্রণ ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি করেছিল। অভিযোগ রয়েছে, সমিতির শীর্ষ কিছু ব্যক্তির ছত্রছায়ায় তিনি সমিতিতে উপস্থিত না থাকলেও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চেয়ারম্যান এবং শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে সমিতির সভাপতি হিসেবে অংশ নিতেন। এমনকি গত সপ্তাহেও তিনি এনসিটিবি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছেন। শুধু তা-ই নয়, গত বছর ১ কোটি ৪৭ লাখ বই ছাপার কাজ তিনিই পেয়েছিলেন বলে জানা গেছে।

সমিতির সদস্যরা মনে করছেন, এই প্রশাসক নিয়োগের মাধ্যমে দীর্ঘদিনের আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট ও নিয়ন্ত্রণ থেকে দেশের গুরুত্বপূর্ণ প্রকাশনার কাজে নিয়োজিত প্রেস মালিকদের এ সংগঠনটি মুক্ত হলো। তাদের প্রত্যাশা, নবনিযুক্ত প্রশাসক বিগত দিনের অনিয়ম-দুর্নীতির তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। সমিতির সদস্য ও রিমিনি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী গত ফেব্রুয়ারিতে বাণিজ্য মন্ত্রণালয়ে বর্তমান কমিটি বিলুপ্ত করে প্রশাসক নিয়োগের আবেদন করেছিলেন।

তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে সমিতির নির্বাচন প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়েছিল এবং বর্তমান কমিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনে ব্যর্থ হয়। বাণিজ্য মন্ত্রণালয় তাদের বিলম্ব মওকুফের আবেদন নাকচ করে দিলে কমিটি হাইকোর্টে রিট করে। এর বিরুদ্ধে মোহাম্মদ আলীও পাল্টা রিট পিটিশন করেন।

প্রশাসক নিয়োগের আদেশে বলা হয়েছে, বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন। সমিতির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে প্রশাসক নিয়োগের আবেদন পাওয়া গেছে।

এ ছাড়া বর্তমান কমিটি কারণ দর্শানোর যথাযথ জবাব উপস্থাপন করতে পারেনি এবং বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছে। সমিতির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় ব্যর্থতা, বিলুপ্তির আবেদন, কারণ দর্শানোর জবাব দিতে না পারা এবং বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত থাকার কারণে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা মোতাবেক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব জেলায় 

‘কার্টা ব্লু’ ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ইতালি

যুক্তরাজ্য বিএনপি নেতা ড. মুজিবের ছেলের বিয়েতে সস্ত্রীক তারেক রহমান 

আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক হতাহত, হেফাজতের শোক ও সহায়তার আহ্বান

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কর্মসূচি দিল ছাত্রদল

বনানীর সেলসিয়াস সিসা লাউঞ্জে পুলিশের অভিযান

অবশেষে মাদক সম্রাজ্ঞী আ.লীগ নেত্রী স্বপ্না আক্তার আটক

সর্বদলীয় বৈঠক শেষে ফেরার পথে জাগপা সভাপতিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা

নাটোরে ডা. আমিরুলকে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি ড্যাবের

১০

গাজীপুরের কমিশনারের দায়িত্ব থেকে সরানো হলো নাজমুল করিমকে

১১

একাত্তরে ভুল করেছেন, এখনো ভুলের রাজনীতিতে আছেন : টুকু

১২

দুই কিংবদন্তি অলরাউন্ডার সাকিব ও সিকান্দারকে ‘এক’ করলেন জুলফিকার!

১৩

বিএনপিকে এনসিপির শুভেচ্ছা / ‘আমরা তর্কবিতর্ক করব কিন্তু পারস্পরিক সৌহার্দ্য থাকবে’

১৪

পুরো সেপ্টেম্বরের পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস

১৫

নদীতে জাল ফেলা নিয়ে দ্বন্দ্বে হামলা, জেলের মৃত্যু

১৬

ক্ষমা চাইলেন রিটকারীকে ধর্ষণের হুমকি দেওয়া সেই শিক্ষার্থী

১৭

আহত চবি শিক্ষার্থীদের দেখতে চমেকে শাহজাহান চৌধুরী

১৮

জাঁকজমক আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

১৯

দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তার মৃত্যু

২০
X