জবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

‘আমার চোখে জুলাই বিপ্লব’ আইডিয়া প্রতিযোগিতায় প্রথম জবি, বাস্তবায়নে পাবে ১০ লাখ টাকা

‘আমার চোখে জুলাই বিপ্লব’ আইডিয়া প্রতিযোগিতায় প্রথম হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
‘আমার চোখে জুলাই বিপ্লব’ আইডিয়া প্রতিযোগিতায় প্রথম হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে স্থানীয় সরকার মন্ত্রণালয় আয়োজিত ‘আমার চোখে জুলাই বিপ্লব’ শীর্ষক আইডিয়া প্রতিযোগিতা ২০২৫-এ ঢাকা জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (জেডিইউডিএস)।

মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা জেলা পরিষদ থেকে পাঠানো এক চিঠিতে বিজয়ী দলের নাম ঘোষণা করা হয়।

জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশ নেন সংগঠনটির সভাপতি মাঈন আল মুবাশ্বির, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও অর্থ সম্পাদক সাদিয়া আফরোজ মীম।

তাদের প্রস্তাবিত আইডিয়ার শিরোনাম ছিল ‘জুলাই অভ্যুত্থান বিতর্ক উৎসব–২০২৫’। বিজয়ী দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ১০ লাখ টাকা, যা পুরোপুরি আইডিয়াটি বাস্তবায়নে ব্যয় করা হবে। দলটি জানিয়েছেন, তারা এই অর্থ একটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের জন্য উৎসর্গ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে।

এ বিষয়ে জবি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, জুলাই বিপ্লবের ধারণাকে বুদ্ধিবৃত্তিক জায়গায় তরুণদের মাধ্যমে বেশি বেশি চর্চা হওয়ার মাধ্যমে জুলাইয়ের ন্যারেটিভ তৈরি করাই আমাদের আইডিয়ার প্রধান লক্ষ্য। বিতর্ক এই ন্যারেটিভ তৈরি করার জন্য সবচেয়ে ভালো মাধ্যমগুলোর একটি। এমাসের মধ্যেই জাতীয় বিতর্ক উৎসবটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এই বিতর্ক উৎসবে সারা দেশ থেকে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশগ্রহণ করবে। তরুণরা জুলাইয়ের উদ্দীপনায় উজ্জীবিত হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য রাজনৈতিক সচেতন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে।

প্রতিযোগিতা নিয়ে জেইউডিএস সভাপতি মাঈন আল মুবাশ্বির বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় আয়োজিত ঢাকা জেলার মধ্যে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে একটি আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করেছিল, যেখানে ১০ লাখ টাকার মধ্যে একটি বাস্তবভিত্তিক পরিকল্পনা জমা দিতে বলা হয়। আমাদের পরিকল্পনা প্রথম হয়েছে। জেলা প্রশাসক এই অর্থ দিয়ে আমাদের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ করে দিচ্ছেন। এ মাসেই আমরা বিতর্ক উৎসবটি আয়োজন করব ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, গত ৫ জুলাই সরকারের পক্ষ থেকে দেওয়া এক তথ্য বিবরণীতে জানানো হয়, তরুণদের উদ্ভাবনী চিন্তা-ভাবনাকে উৎসাহিত করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ১৫-৩০ বছর বয়সী তরুণরা এতে অংশ নিয়েছেন, দলীয়ভাবে যুব সংগঠন, বিতর্ক, স্কাউট, রোভার, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে বিদেশ নেওয়া নিয়ে নতুন ভাবনা মেডিকেল বোর্ডের

নওগাঁ জেলা পরিষদ পার্কের অধিকাংশ রাইডস ব্যবহারের অনুপযোগী

এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

যে কারণে স্কালোনির কাছে ক্ষমা চাইলেন ফিফা সভাপতি

আগামী নির্বাচন দেশ ও জনগণের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ : সেলিমুজ্জামান

যথাসময়ে আইনি পদক্ষেপ নেব : শিশির মনির

বাংলাদেশ-ভারত সম্পর্ক সব দিক থেকেই এগিয়ে যাবে : তারিক চয়ন

পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বুইশ্যার সহযোগী ইমন অস্ত্রসহ গ্রেপ্তার

‘খালেদা জিয়ার অবস্থার উন্নতি, সিটিস্ক্যানসহ কিছু টেস্ট নরমাল’

সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে : তারেক রহমান

১০

সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ৪৮৯ পদ সৃজনের সিদ্ধান্ত

১১

ব্যাটে-বলে নিষ্প্রভ সাকিব, তবু জয় পেয়েছে তার দল

১২

নতুন এমপিও নীতিমালা প্রকাশ, এল বড় পরিবর্তন

১৩

বেপরোয়া গতির অ্যাম্বুলেন্স গিয়ে পড়ল পুকুরে, অতঃপর...

১৪

অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের

১৫

শ্যালিকার বাসা থেকে গ্রেপ্তার বলিউড পরিচালক

১৬

যোগদান করেই যে নির্দেশনা দিলেন চট্টগ্রামের নতুন এসপি

১৭

মামলার বিষয়ে শিশির মনিরের প্রতিক্রিয়া

১৮

বাংলাদেশে সৎ নেতার অভাব : এটিএম আজহার

১৯

কবরে মিলল বস্তাভর্তি একনলা বন্দুক-পাইপগান

২০
X