বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
কুবি প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মামলা দিয়ে চাঁদা আদায়ের অভিযোগ বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে

আরাফ ভূঁইয়া। ছবি : সংগৃহীত
আরাফ ভূঁইয়া। ছবি : সংগৃহীত

মামলা দিয়ে কুমিল্লার জগন্নাথপুর ইউনিয়নের অসহায় মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক নেতা আরাফ ভূঁইয়ার বিরুদ্ধে।

এ অভিযোগ তুলে শুক্রবার (১ আগস্ট) কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

এতে বক্তারা দাবি করেন, একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের সহায়তায় আরাফ ভূঁইয়া ভুয়া মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছেন এবং মামলা প্রত্যাহারের শর্তে মোটা অঙ্কের টাকা দাবি করছেন।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে একাধিক ব্যক্তি জানান, ২০২৪ সালের ১০ অক্টোবর কোতোয়ালি মডেল থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট এক মামলায় অন্তর্ভুক্ত করা হয় কিছু সাধারণ মানুষকে, যারা আদতে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। এ মামলায় আসামিদের বিরুদ্ধে অস্ত্র বহন, ককটেল বিস্ফোরণ এবং শিক্ষার্থীদের আহত করার অভিযোগ আনা হয়, যদিও মামলার সময় ও ঘটনার বর্ণনায় অসংগতি রয়েছে। যেমন, এজাহারে ৪ আগস্ট শনিবার উল্লেখ করা হলেও, ওই তারিখ ছিল রোববার।

অভিযোগপত্রে ঘটনার স্থান হিসেবে টমছমব্রিজ ও সালাহউদ্দিন মোড়ের নাম থাকলেও, প্রত্যক্ষদর্শী ও মামলার সাক্ষীদের দাবি— সেদিন আন্দোলন হয়েছিল কোটবাড়ি বিশ্বরোড এবং পরে স্থানান্তরিত হয় আলেখারচর বিশ্বরোডে।

এ মামলার প্রথম সাক্ষী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী মো. ইকবাল বলেন, ‘৪ তারিখ টমছমব্রিজ এলাকায় কোনো আন্দোলন হয়নি। আমি কোটবাড়িতে হামলার শিকার হয়েছিলাম। মামলা সম্পর্কে বিস্তারিত না জেনে আমাকে সাক্ষী বানানো হয়েছে। পরে জানার পর আমি বাদীকে জানিয়ে দিয়েছি— এই দায় আমি নিচ্ছি না।’

আরেক সাক্ষী ইমতেহাদ উল হক বলেন, ‘আমাকে ছাত্রলীগের নেতারা মারধর করেছিল রেসকোর্স এলাকায়। টমছমব্রিজের ঘটনায় আমি কিছু জানি না। আমি সাক্ষ্যেও স্বাক্ষর করিনি।’

আসামিপক্ষের কয়েকজন মানববন্ধনে অভিযোগ করেন, আরাফ ভূঁইয়া মামলা প্রত্যাহার বা জামিন নিশ্চিতের আশ্বাস দিয়ে ২ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত চাঁদা দাবি করেন। রিয়াজ খান নামের একজন বলেন, ‘আমি আন্দোলনে সমর্থন দিয়েছিলাম। মামলার পর গ্রেপ্তার হলে আরাফ ২ লাখ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় আমাকে তিন মাসেরও বেশি কারাবাস করতে হয়।’

একই অভিযোগ করেন আসামি আল আমিনের স্ত্রী সীমা আক্তার ও স্থানীয় মাছ ব্যবসায়ী শাহীন মিয়া। তাদের অভিযোগ, ‘আরাফ ভূঁইয়া ক্ষমতার অপব্যবহার করে মামলায় জড়িয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করছেন।’

চাঁদাবাজির অভিযোগের বিষয়ে আরাফ ভূঁইয়া বলেন, ‘মামলাটি ৪ আগস্টের ঘটনার ভিত্তিতে করা হয়েছে। ছবি ও ভিডিও ফুটেজ দেখে আসামিদের নাম নির্ধারণ করা হয়েছে। সাক্ষীদের সঙ্গেও আলোচনা করা হয়েছে। যারা মানববন্ধন করেছেন, তাদের আমি চিনি না। তারা যদি প্রমাণ দিতে পারেন, আমি আইন অনুযায়ী ব্যবস্থা মেনে নেব।’

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মইনুল ইসলাম কালবেলাকে বলেন, ‘কারা মানববন্ধন করেছে আমরা জানি না। কেউ যদি লিখিত অভিযোগ দেয়, আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার

নির্বাচনের পর বিনিয়োগের খরা কাটবে

মামুন হত্যা / সেই দুই শুটারসহ গ্রেপ্তার ৫, অস্ত্র উদ্ধার 

হাজার কোটি টাকার খেলাপি ঋণ, চট্টগ্রামের ব্যবসায়ী বশর ও মাসুদের বিরুদ্ধে মামলা

ইসির ১২ কর্মকর্তাকে বদলি

রমজানে ১০ পণ্য আমদানি নিয়ে নতুন নির্দেশনা

১১ বছর পর জামায়াত কর্মীর মরদেহ উত্তোলন

দেখামাত্র সন্ত্রাসীদের গুলির নির্দেশ সিএমপি কমিশনারের

বগুড়ায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মুশফিককে ছাড়িয়ে টেস্টে নতুন উচ্চতায় লিটন দাস

১০

বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়

১১

এক বছর ধরে বিদ্যুৎহীন ২ হাজার পরিবার

১২

‘আমগরে কেডা খাওয়াইবো, কেডা দেখবো’

১৩

শরীয়তপুরে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

১৪

রাউজান থেকে এনিসিপির মনোনয়ন নিলেন মোহাম্মদ মহিউদ্দীন জিলানী

১৫

শিশু ধর্ষণের চেষ্টা, চড়-থাপ্পড়ে মীমাংসা

১৬

বরিশালে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

১৭

চুয়েটে ‘ইঞ্জিনিয়ারিং এক্সপিডিশন ২০২৫’-এ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

১৮

অসংক্রামক রোগ মোকাবিলায় ভোজ্যতেলে ভিটামিন সমৃদ্ধকরণ জরুরি

১৯

৪৪তম বিসিএসের পরিবর্ধিত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৭৬

২০
X