বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সদ্য পাসকৃত অ্যালামনাইদের (ব্যাচ স্থাপত্য ২০১৬, নগর ও অঞ্চল পরিকল্পনা ২০১৭ এবং প্রকৌশল ২০১৭) সংবর্ধনা ও ওয়েবসাইট উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বুয়েট জিমনেসিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে বুয়েট অ্যালামনাই। অনুষ্ঠানে অ্যালামনাইদের ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠান উপলক্ষে বুয়েট জিমনেসিয়াম ব্যানার, ফেস্টুন, বিভিন্ন রঙের আলোক সজ্জা দিয়ে সাজানো হয়। সব অ্যালামনাই ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে বুয়েট প্রাঙ্গণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুয়েট অ্যালামনাইয়ের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। সম্মানিত অতিথি ছিলেন খালেদ গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার ও নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নাজমুল আহসান খালেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বুয়েট অ্যালামনাইয়ের সমন্বয়ক ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। নবীন বুয়েট স্নাতকদের অভিনন্দন জানিয়ে তাদের বরণ করে নেন বুয়েট অ্যালামনাইয়ের মহাসচিব প্রকৌশলী মাহ্তাব উদ্দিন। সদ্য বুয়েট গ্র্যাজুয়েটদের পক্ষ থেকে প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও প্রকৌশলী সুবাহ সাখাওয়াত তাদের অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুয়েট অ্যালামনাইয়ের সহ-সভাপতি অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন। সঞ্চালনা করেন প্রকৌশলী ইমু রিয়াজুল হাসান।
মন্তব্য করুন