

প্রযুক্তির বৈশ্বিক আকাশে উড়বার স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে থাকা তরুণদের জন্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ ১৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করে ‘ইনসাইড গুগল : ক্যারিয়ার পথ, কর্মসংস্কৃতি ও নিয়োগ প্রক্রিয়া’ শীর্ষক এক অনুপ্রেরণামূলক আলোচনা সভা।
এ আয়োজনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গুগল এলএলসি -এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. হাসানুল আজিজ।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করে যুক্তরাষ্ট্রের মারকুয়েট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে পিএইচডি অর্জনের যাত্রাপথ তিনি তুলে ধরেন প্রাঞ্জল ও আন্তরিক ভাষায়। তার অভিজ্ঞতার গল্পে মিশে ছিল অধ্যবসায়, শিখনের আনন্দ ও বিশ্বমঞ্চে পৌঁছানোর দৃঢ় প্রত্যয়।
আলোচনায় শিক্ষার্থীদের সামনে উন্মোচিত হয় আন্তর্জাতিক প্রযুক্তি খাতে, বিশেষ করে গুগলে, ক্যারিয়ার গড়ার বাস্তব মানচিত্র। গুগলের কর্মপরিবেশ, পেশাগত বিকাশের ধাপ, দক্ষতা গঠনের সুযোগ এবং নিয়োগ ও সাক্ষাৎকার প্রক্রিয়া নিয়ে আলোকপাত করেন তিনি, যা তরুণদের কৌতূহল ও আত্মবিশ্বাসকে আরও গভীর করে তোলে।
১৯৯৮ সালে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান গুগল আজ ইন্টারনেট সেবা, ক্লাউড কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সফটওয়্যার উদ্ভাবনের এক অনিবার্য নাম। উদ্ভাবননির্ভর সংস্কৃতি ও প্রকৌশল উৎকর্ষতার মাধ্যমে প্রতিষ্ঠানটি বৈশ্বিক ডিজিটাল অর্থনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং বিশ্বজুড়ে প্রযুক্তিপ্রেমী তরুণদের স্বপ্নের কর্মস্থল হয়ে উঠেছে।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ও সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. শহিদুল ইসলাম খান নাঈম। সভাপতির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান— শ্রেণিকক্ষের জ্ঞানকে যেন সাহস, দক্ষতা ও সৃজনশীলতায় রূপ দেওয়া হয় এবং বৈশ্বিক প্রযুক্তি পরিমণ্ডলে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের পরিচয় নির্মাণ করা হয়।
বিকেলের নরম আলোয় বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন ল্যাবে অনুষ্ঠিত এই আলোচনায় শিক্ষার্থী ও শিক্ষকদের পাশাপাশি আগ্রহী সফটওয়্যার প্রকৌশলীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আন্তর্জাতিক শিল্পখাতের অভিজ্ঞ পেশাজীবীদের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ স্থাপন এবং ভবিষ্যৎ সম্ভাবনার দিগন্ত প্রসারিত করার এক আন্তরিক প্রয়াস হিসেবেই সিএসই বিভাগ এই আয়োজন সম্পন্ন করে।
মন্তব্য করুন