কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ১০:৪৮ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

মিউচ্যুয়াল ট্রান্সফার নয়, শূন্য পদে প্রতিষ্ঠান পরিবর্তনের দাবি

মিউচ্যুয়াল ট্রান্সফার নয়, শূন্য পদে প্রতিষ্ঠান পরিবর্তনের দাবি

এমপিওভুক্ত শিক্ষকদের নিজ এলাকা থেকে কয়েকশ কিলোমিটার দূরের শিক্ষাপ্রতিষ্ঠানে সুপারিশ করা হয়। বাধ্য হয়ে তারা ওই প্রতিষ্ঠানে যোগ দেন। বদলির সুযোগ না থাকায় নিজ এলাকা বা আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানে আসার সুযোগ থাকে না। এমন পরিস্থিতিতে পারস্পরিক বদলি (মিউচ্যুয়াল ট্রান্সফার) নীতিমালার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

পারস্পরিক প্রতিষ্ঠান পরিবর্তনের খসড়া নীতিমালা চূড়ান্ত করার লক্ষ্যে আগামীকাল রোববার সেই সভা অনুষ্ঠানের কথা রয়েছে। তবে, এমন বদলির কোনো নিয়ম নেই বলে জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। তারা এমপিও নীতিমালা অনুযায়ী শূন্য পদে বদলির অনুরোধ জানিয়েছেন।

এমপিও নীতিমালা ২০২১ এর ১২.২ অনুচ্ছেদে উল্লেখ আছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশপ্রাপ্ত হয়ে নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক/প্রদর্শক/প্রভাষকদের কোনো প্রতিষ্ঠানে পদ শূন্য থাকা সাপেক্ষে সমপদে ও সমস্কেলে প্রতিষ্ঠান পরিবর্তনের জন্য মন্ত্রণালয় নীতিমালা প্রণয়ন করে জনস্বার্থে আদেশ জারি করতে পারবে।

এনটিআরসিএর মাধ্যমে সুপারিশ পেয়ে নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকরা বলেন, এমপিও নীতিমালায় পারস্পরিক বদলির কথা নেই, তাই পারস্পরিক বদলির খসড়া নীতিমালা চূড়ান্ত নীতিমালা হতে পারে না। খসড়া নীতিমালা এমপিও নীতিমালা অনুযায়ী করা উচিত। পারস্পরিক বদলির মাধ্যমে সর্বোচ্চ ২ শতাংশ শিক্ষক প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন।

তারা বলেন, নীতিমালা প্রণয়ন করা হয় জনস্বার্থে। কিন্তু যে নীতিমালা প্রণয়ন করলে কারও স্বার্থ আদায় হবে না সে নীতিমালা প্রণয়ন না করাই উচিত।

শিক্ষকরা আরও বলেন, পদ শূন্য থাকা সাপেক্ষে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দিলে অল্প কিছুসংখ্যক শিক্ষক শহরে যেতে পারবেন। কারণ শহরে হাজার হাজার শূন্য পদ থাকে না। তা ছাড়া আমরা অধিকাংশ শিক্ষকই নিজ উপজেলা বা নিজ জেলার প্রতিষ্ঠানে যেতে চাই। কারণ এত স্বল্প বেতনে চাকরি করে শহরে থাকাও আমাদের পক্ষে সম্ভব নয়। তাই এমপিও নীতিমালা অনুযায়ী পদ শূন্য থাকা সাপেক্ষে প্রতিষ্ঠান পরিবর্তনের নীতিমালা প্রণয়ন করার জন্য শিক্ষামন্ত্রী, সচিব, এনটিআরসিএ চেয়ারম্যানসহ সবার কাছে আবেদন জানাচ্ছি।

এ বিষয়ে বরিশালের উজিরপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক (ইংরেজি) মো. সরোয়ার বলেন, পারস্পরিক বদলি আদৌ সম্ভব না। এটা সাধারণ শিক্ষকদের জন্য একটা প্রহসন। বদলি শুধু নামেই থাকবে কাজে আসবে না। তাই এমপিও নীতিমালাটি কার্যকর করার জোর অনুরোধ করছি।

জামালপুর কলেজের প্রভাষক (সমাজকর্ম) শাকিলা আক্তার বলেন, পারস্পরিক প্রতিষ্ঠান পরিবর্তনের খসড়া নীতিমালা চূড়ান্ত করা হলে আমাদের সমস্যাগুলো আরও বাড়বে। পারস্পরিক বদলির ফলে ২ শতাংশ শিক্ষকও উপকৃত হবেন না। তাই এমপিও নীতিমালা অনুযায়ী আমরা শূন্য পদ সাপেক্ষে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ চাই। যা সবার জন্য মঙ্গলজনক হবে।

প্রসঙ্গত, এনটিআরসিএ’র সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের পারস্পরিক প্রতিষ্ঠান পরিবর্তনের নীতিমালা (বদলি নীতিমালা) তৈরির উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ নীতিমালার খসড়া চূড়ান্ত করতে রোববার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইটওয়াশ লজ্জায় বাংলাদেশ, একশও ছুঁতে পারল না মিরাজরা

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জাল সনদে ১৮ বছর শিক্ষকতা, জেনেও ব্যবস্থা নেননি অধ্যক্ষ

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

১০

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

১১

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

১২

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

১৩

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১৪

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১৫

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৬

পর্তুগালসহ যেসব দল আজ নিশ্চিত করতে পারে বিশ্বকাপের টিকিট!

১৭

এক দিনের ব্যবধানে দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৮

সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই : মেয়র ডা. শাহাদাত

১৯

ভুল বুঝিয়ে স্বাক্ষর নেওয়ায় প্রতিবন্ধীর প্রতিবাদ

২০
X