শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে বলে দাবি করে মামলা হয়েছে। সিলেট জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) রেজোয়ান আহমেদ বাদী হয়ে মামলাটি করেন।
তারা হলেন শাবিপ্রবির সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের মোজাহিদুল ইসলাম (২৩) এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. হামিম বাদশা (২২)। এ ছাড়া সিলেটের বেসরকারি নর্থ ইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল মোতালিবকেও (২৩) আটক করা হয়। আটকের সময় মোজাহিদুল ইসলামের কাছ থেকে দুটি কাগজের পোস্টার উদ্ধার করা হয়। ওই পোস্টারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লেখাসহ মানুষের আহত/নিহতের ছবি রয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ অক্টোবর) ভোরে জালালাবাদের আখালিয়ার মসজিদ মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়। জামায়াত-শিবির ও তার অঙ্গসংগঠনের দুষ্কৃতকারীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আখালিয়ার মসজিদ মার্কেটের সামনে একত্রিত হয়, এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে তাদের সেখান থেকে আটক করে পুলিশ।
মন্তব্য করুন