মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত দরিদ্র ও মেধাবী ২০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে ঢাকাস্থ হরিণাকুণ্ডু উপজেলা সমিতি।
বৃহস্পতিবার (২ নভেম্বর) ঢাকার বৃহত্তর যশোর সমিতির কার্যালয়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এ বৃত্তি প্রদানের উদ্বোধন করেন। এ সময় সংগঠনটির সভাপতি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব রাফিউল আলম ও সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুস সামাদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলা ও দায়রা জজ (অব.) মো. লুৎফর রহমান, ব্রাক বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ট্রেজারার সুখেন্দ্র কুমার সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রুহুল কুদ্দুস শিপন, কৃষিবিদ মো. নজরুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা মো. মনিরুল আলম ও প্রকৌ. নিহার রঞ্জন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান উপলক্ষে সংগঠনটির সদস্য উপস্থিত হন। সংগঠনটিকে এগিয়ে নেওয়ার জন্য তারা বিভিন্ন দিক তুলে ধরেন। হরিণাকুণ্ডুবাসীর কল্যাণে সবাই একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা ও মতবিনিময় শেষে ঢাকাস্থ হরিণাকুণ্ডু উপজেলা সমিতির তিন বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়।
মন্তব্য করুন