স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) মো. সাইফুল্লাহিল আজমকে প্রেষণে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার অবসরে যান এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান। তার আগে বুধবার সরকারের এ অতিরিক্ত সচিব এনটিআরসিএ থেকে অবমুক্ত হন। তিনি অবসরে যাওয়ায় এনটিআরসিএ সদস্য এস এম মাসুদুর রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে সাইফুল্লাহিল আজমকে প্রেষণে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্তব্য করুন