কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০৭:২০ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ
ভর্তি বাণিজ্যের অভিযোগ

ভিকারুননিসার শাখাপ্রধান সাময়িক বরখাস্ত

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। ছবি : সংগৃহীত
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। ছবি : সংগৃহীত

রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ফের ভর্তি বাণিজ্যের অভিযোগ উঠেছে। অবৈধভাবে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির অভিযোগে প্রতিষ্ঠানটির মূল দিবা শাখার (বাংলা ভার্সন) প্রধান মো. শাহ আলম খানকে সাময়িক বরখাস্তও করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরীর সই করা চিঠিতে তাকে সাময়িক বরখাস্তের কথা জানানো হয়। একইসঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সেই মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সাময়িক বরখাস্তের চিঠিতে বলা হয়েছে, ২০২৪ শিক্ষাবর্ষে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে ভর্তিতে কিছুসংখ্যক শিক্ষার্থীর ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্দেশনা অনুসরণ না করে অনিয়মতান্ত্রিক উপায়ে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে আপনার (শাহ আলম খান) সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

এতে বলা হয়, প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতির মৌখিক নির্দেশক্রমে বিধি মোতাবেক মো. শাহ আলম খানকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। আগামী সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।

শাহ আলম খানকে শাখাপ্রধানের দায়িত্ব থেকে প্রত্যাহার করে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করার কথাও জানানো হয় চিঠিতে। একইসঙ্গে তাকে শাখাপ্রধানের দায়িত্বসহ প্রতিষ্ঠানের সব কার্যক্রম ও কমিটি থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, লটারির ফল অনুযায়ী ভিকারুননিসা স্কুলে ভর্তির জন্য নির্বাচিতদের প্রথম তালিকা থেকে ভর্তি নেওয়া হয়। তবে লটারিতে নির্বাচিত নয়, এমন শিক্ষার্থীদের নামও ভর্তি তালিকায় পাওয়া যায়। এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়েও অভিযোগ করেন অভিভাবকরা। পরে বিষয়টি তদন্ত করা হয়।

গত বুধবার মূল দিবা শাখার (বাংলা ভার্সন) প্রথম শ্রেণির সব ফরম গভর্নিং বডির চেয়ারম্যানের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে সেগুলো পুনরায় যাচাই-বাছাই করা হয়। তাতে একজন শিক্ষার্থীকে অবৈধভাবে ভর্তির প্রমাণ পায় কর্তৃপক্ষ।

ফরম যাচাই-বাছাইয়ের দায়িত্বে থাকা দুজন শিক্ষক জানান, লটারিতে নির্বাচিত নয়, এমন শিক্ষার্থীদের নামও প্রথম নির্বাচিত তালিকায় ছিল। তাদের ভর্তি করা হয়েছে। এছাড়া ভুল তথ্য দিয়ে আবেদন করা শিক্ষার্থীদেরও ভর্তি নেওয়া হয়। এ নিয়ে অভিযোগ ওঠায় বিষয়টি খতিয়ে দেখে প্রাথমিকভাবে সত্যতা মিলেছে। এজন্য তাকে সাময়িক বরখাস্ত করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

এ বিষয়ে শাহ আলম খান মুঠোফোনে কালবেলাকে বলেন, লটারিতে ভর্তির জন্য নির্বাচিতদের আবেদন ফরমগুলো যাচাই করে ১ জানুয়ারির মধ্যে জমা দিতে বলা হয়েছে। ওই আবেদন ফরমগুলো শাখা প্রধানরা যাচাই করেননি, জ্যেষ্ঠ শিক্ষকদের দিয়ে করা হয়েছে। ফরমগুলো যাচাই করে চারটিতে কিছু ত্রুটি ধরা পড়ে। নির্দেশনা অনুযায়ী, যেসব ফরমে ভুল ধরা পড়েছে সেগুলো অধ্যক্ষের অফিসে গভর্নিং বডির সামনে পেশ করা হয়েছে। এরপর তিনজন শিক্ষার্থীর অভিভাবককে ডাকা হয়েছে। তাদের আবেদনে থাকা ভুল ঠিক করে দিতে বলা হয়েছে।

তিনি বলেন, কোনো শাখাপ্রধানেরই শিক্ষার্থী ভর্তির ক্ষমতা নেই। আমি অন্যায় করলে ফরমগুলো কমিটির নিকট পেশ করতাম না। আমাকে কেন জড়ানো হলো, সেটি জানি না।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী কালবেলাকে বলেন, শাখা প্রধানদের দায়িত্ব দিয়েছিলাম সবকিছু যাচাই করে দেখার জন্য। সেখানে কয়েকটি ফরমে কিছু ভুল-ভ্রান্তি ছিল। যাচাই করে একটি ফরমের তথ্যে গরমিল পাওয়া গেছে। যে কারণে শাখাপ্রধানকে তদন্তের স্বার্থে সাময়িক বহিষ্কার করা হয়েছে। নির্বাচনের পরে আমরা আরও এক দফা যাচাই করে দেখব, কোনো ভুলত্রুটি আছে কিনা। তখন শাখাপ্রধানের বিষয়টিও অধিকতর তদন্ত করা হবে। তদন্তের পর গভর্নিং বডি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়েতে রাজি না হওয়ায় নারীকে খুন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আজ বেবী নাজনীনের জন্মদিন

চা দোকানের মাসিক বিল ৩ লাখ টাকা

বাড়িতে ঢুকে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

রাগিনী এমএমএস ৩’তে যুক্ত হচ্ছেন তামান্না ভাটিয়া

পর্তুগালের তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়াল ম্যানসিটি

ছবিতে কী দেখছেন, উত্তরই বলে দেবে আপনি অলস না পরিশ্রমী!

এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশের প্রতিপক্ষ

 গাজায় দুর্ভিক্ষ হচ্ছে কি না, জানালেন জাতিসংঘ মহাসচিব

১০

কেন্দ্র দখল করলেই ভোট বাতিল : সিইসি

১১

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ নেতার পদত্যাগ

১২

সিপিএলে সাকিবের ব্যর্থতা চলছেই, দল হারল ৮৩ রানে

১৩

কটাক্ষের শিকার আলিয়া

১৪

ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন গুরিয়নের ফ্লাইট স্থগিত

১৫

ওজন কমাতে চা

১৬

‘কাউকে দোষারোপ করছি না’, বিভুরঞ্জনকে নিয়ে ছেলে ও ভাই

১৭

আজ ঢাকার বাতাসে দূষণের পরিমাণ কত?

১৮

রাজধানীতে ট্রেনের বগি লাইনচ্যুত

১৯

সেরা অধিনায়ক কে? অপ্রত্যাশিত নাম বলে চমকে দিলেন দ্রাবিড়

২০
X