ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) ২০২৩-২৪ সেশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অর্পিতা গোলদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আদনান মুস্তারি। অর্পিতা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৭-১৮ সেশনের এবং আদনান একই সেশনের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
রোববার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ডিইউডিএস কার্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৮ ভোটের মধ্যে উভয়েই ১১টি করে ভোট পান। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তারা আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ডিইউডিএসের চিফ মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন ২০২২-২৩ সেশনের সভাপতি মাহবুবুর রহমান মাসুম ও সাধারণ ফুয়াদ হোসেন।
এ ছাড়া, নির্বাচন চলাকালে ডিইউডিএসের মডারেটর অধ্যাপক ড. এস এম শামীম রেজা ও তাওহীদা জাহান উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন