অনিয়মের প্রতিবাদ করায় মো. আশিকুর রহমান নামের এক ছাত্রলীগ নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীদের বিরুদ্ধে।
গতকাল রোববার (৩ মার্চ) দুপুরে রেডিওলজি বিভাগে এই ঘটনা ঘটে। মারধরের শিকার হওয়া মো. আশিকুর রহমান আইএইচটি কলেজ ছাত্রলীগের সহসভাপতি।
বর্তমানে ওই ছাত্রলীগ নেতা ঢাকা মেডিকেল কলেজের রেডিওলজি এবং ইমেজিং বিভাগে ইন্টার্ন করছেন। এই ঘটনায় সোমবার (৪ মার্চ) ওই ছাত্রলীগ নেতা ঢাকা মেডিকেল কলেজের পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
এ বিষয়ে আশিকুর রহমান বলেন, গতকাল রোববার দুপুরে রেডিওলজি বিভাগে সিরিয়াল ভঙ্গের অনিয়মের ছবি তুলি। এরপর চতুর্থ শ্রেণির কর্মচারীদের নেতা সুমন ও তার সহকর্মীরা আমাকে ৭নং রুমে আটকিয়ে গালাগাল ও মারধর করেন। এরপর তারা আমার ফোন দিয়ে অনিয়মের ছবির সঙ্গে আমার ব্যক্তি ছবি এবং গুরুত্বপূর্ণ কিছু ফাইল মুছে দেয়। আমি এই ঘটনার সুষ্টু তদন্ত ও বিচার চাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, একজন ইন্টার্ন টেকনোলজিস্টের অভিযোগ পেয়েছি। আগামীকাল খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন