ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

যৌন হয়রানির অভিযোগে ঢাবিতে আটকে গেল শিক্ষক নিয়োগ 

সাজু সাহা। ছবি : সংগৃহীত
সাজু সাহা। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) প্রভাষক পদে নিয়োগ পেতে যাওয়া এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠায় নিয়োগটি আটকে গেছে।

অভিযুক্ত ব্যক্তি সাজু সাহা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক। তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন নিজ বিভাগেরই এক সাবেক ছাত্রী।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ইনস্টিটিউটের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম বোর্ড অব গভর্ন্যান্স (বিজি) এই নিয়োগ আটকে দেয়। সোমবার (১ এপ্রিল) উপাচার্যের বাসভবন সংলগ্ন লাউঞ্জে অনুষ্ঠিত এই বোর্ডের এক সভায় নিয়োগ স্থগিতের এ সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সভায় সভাপতিত্ব করেন।

সম্প্রতি অভিযুক্ত সাজু সাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর প্রভাষক পদের জন্য আবেদন করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারের সভাপতিত্বে হওয়া নিয়োগ বোর্ড সাজু সাহাসহ চারজনকে নিয়োগের জন্য মনোনীত করে। সোমবার অনুষ্ঠিত বিজি বোর্ডে এটি পাস হওয়ার কথা ছিল।

এ বিষয়ে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার কালবেলাকে বলেন,

নিয়োগ বোর্ড যখন তাকে নিয়োগ দিতে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল, তখনো ওই অভিযোগটি আসেনি। এরপর অভিযোগ আসলে বোর্ড অব গভর্ন্যান্সের মিটিংয়ে নিয়োগের বিষয়ে আগের সিদ্ধান্ত আপাতত গৃহীত হয়নি বা বিবেচিত হয়নি। এটি রিভিউ করার জন্য পাঠানো হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী সোমবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলে অভিযোগ করেন। তিনি বলেন,

অভিযোগের পক্ষে সব তথ্যপ্রমাণ রয়েছে। তার (শিক্ষক) যৌন হয়রানির কারণেই বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করতে পারেননি। এ ছাড়াও স্নাতকের শেষ সেমিস্টার থেকেই তিনি হয়রানি শুরু করলে শেষ সেমিস্টারের ফলও ভালো হয়নি।

এর আগে, গত ২৩ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও পরীক্ষায় নম্বর কম দেওয়ার অভিযোগ করেন ওই ছাত্রী। পরেরদিন অভিযুক্ত শিক্ষক ছাত্রীর বিরুদ্ধে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং সবশেষ গত সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ৫০ লাখ টাকার মানহানির মামলা করেন।

খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে প্রায় আট বছর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। এর চার বছর পর পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক হন। গত ৬ বছরে তিন দফায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে শিক্ষক হওয়ার আবেদন করে একাডেমিক ফলাফলের কারণে ব্যর্থ হন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থী চারজন, পরীক্ষা দেওয়া দুজনের কেউ পাস করেনি

ধারাবাহিকের মূল ভূমিকায় হেদায়েত উল্লাহ তুর্কী 

রাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭০ শতাংশ

খতমে নবুওয়তের চেতনায় সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাক কালবেলা : মুহিউদ্দীন রাব্বানী

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন করবেন যেভাবে

চট্টগ্রামে আগুন ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, ২৫ শ্রমিককে উদ্ধার

চীনে ৩০ পাদরি গ্রেপ্তার, বড় অভিযানের আশঙ্কা

মোস্তারির অর্ধশতকে অজিদের বিপক্ষে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

‘ভর্তির পরে সবার বিয়ে হয়ে গেছে, তাই কেউ পাস করেনি’

সর্বপ্রথম কোথায় আজান হয়েছিল, কার কণ্ঠে?

১০

নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের পথ মসৃণ হবে : মির্জা ফখরুল

১১

রাকসু নির্বাচন ঘিরে নানা অভিযোগ ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থীর

১২

যমুনা ঘেরাও কর্মসূচি স্থগিত, আন্দোলনরত শিক্ষকদের বড় কর্মসূচি ঘোষণা

১৩

গাজায় সৈন্য পাঠাতে যাচ্ছে পাকিস্তান, আজারবাইজান ও ইন্দোনেশিয়া!

১৪

রংপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ ৫

১৫

‘ইলেকশন ইন ফেব্রুয়ারি’ স্লোগানে ঢাবিতে ছাত্রদলের মিছিল 

১৬

টাঙ্গাইলে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

১৭

নেসলের ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

১৮

বাবা হলেন হাসনাত আব্দুল্লাহ

১৯

রাকসু নির্বাচনের ভোট গণনা শুরু

২০
X