হেইলিবারি ভালুকা এবং যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) যৌথ উদ্যোগে আয়োজিত ‘এমআইটি লিডিং এজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্স’ শেষ হয়েছে।
সম্প্রতি ময়মনসিংহ ভালুকার হেইলিবারি ভালুকা ক্যাম্পাসে শতাধিক শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে শেষ হয় পাঁচ দিনব্যাপী আয়োজিত এ আন্তর্জাতিক কনফারেন্স।
অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রকৌশল এবং উদ্ভাবন ক্ষমতাকে উন্নত স্তরে প্রসারিত করাসহ বিভিন্ন অভিজ্ঞতা অর্জনের স্বীকৃতিসরূপ এমআইটির এজগারটন সেন্টারের পক্ষ থেকে তাদের এই সার্টিফিকেট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- হেইলিবারি ভালুকার ফাউন্ডিং হেডমাস্টার সাইমন ও’ গ্রেডি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও হেইলিবারি ভালুকার উপদেষ্টা অধ্যাপক এস এম এ ফয়েজ, অ্যাকাডেমিক ডিরেক্টর ড. সন্দীপ অনন্ত নারায়ণসহ এমআইটির ফ্যাকাল্টি মেম্বার ও গ্র্যাজুয়েটরা। এ ছাড়াও উপস্থিত ছিলেন- বেস্ট হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান আমিন আহমদসহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর অভিভাবকরা।
সম্মেলনজুড়ে এমআইটি ফ্যাকাল্টি মেম্বার এবং গ্র্যাজুয়েটদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা তাদের প্রকৌশল এবং উদ্ভাবনের ক্ষমতা উন্নত স্তরে প্রসারিত করাসহ বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করে। এ ছাড়াও বিখ্যাত হ্যারি পটার সিরিজের আন্ডার ওয়াটার হ্যারি পটার কুইডিচ প্রতিযোগিতায়ও অংশ নেন তারা।
কনফারেন্সের শেষ দিনে হেইলিবারি ভালুকার ফাউন্ডিং হেডমাস্টার সাইমন ও’ গ্রেডি বলেন, এমআইটি লিডিং এজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্সের আয়োজনটি বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এটি শুধু শিক্ষা এবং উদ্ভাবনে বৈশ্বিক অংশীদারত্ব বাড়ানোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধই নয় সেইসঙ্গে আন্তর্জাতিক মঞ্চে দেশের তরুণপ্রজন্মের বিপুল সম্ভাবনা ও প্রতিভাকে তুলে ধরতেও সহযোগিতা করবে।
মন্তব্য করুন