

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আজ রাতেই অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। যেখানে দলগুলো জানতে পারবে, তাদের গ্রুপে সঙ্গী হবে কোন দলগুলো। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত, মিডিয়া এবং খেলোয়াড়রা অপেক্ষায় রয়েছে এই ড্র অনুষ্ঠান দেখার।
কোন প্রতিপক্ষ, কোন গ্রুপ এবং কে কার সঙ্গে খেলবে তার সবই জানা যাবে আজ। যেসব দেশ এরই মধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে, তাদের জন্য এ এক রোমাঞ্চকর অপেক্ষা। ৪৮ দলের বিশ্বকাপের মধ্যে ইতোমধ্যেই বিশ্বকাপের টিকিট পেয়েছে ৪২ দল। বাকি ছয় দল নিজেদের জায়গা চূড়ান্ত করতে লড়াই চালিয়ে যাচ্ছে।
৪৮ দলের এই বিশ্বকাপে এখনো ৬টি জায়গা ফাঁকা রয়ে গেছে। এর মধ্যে চারটি দল আসবে ১৬ দলের উয়েফা প্লে-অফ থেকে। বাকি দুটি জায়গার জন্য লড়াই করবে ছয়টি দল— বলিভিয়া, কঙ্গো ডিআর, ইরাক, জ্যামাইকা, নিউ ক্যালেডোনিয়া ও সুরিনাম।
বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা ৪২ দল
যৌথ আয়োজক : কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র
এএফসি (এশিয়া) : অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান
সিএএফ (আফ্রিকা) : আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরিকোস্ট, মিসর, ঘানা, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া
কনক্যাকাফ (উত্তর ও মধ্য আমেরিকা) : কুরাসাও, হাইতি, পানামা
কনমেবল (দক্ষিণ আমেরিকা) : আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে
ওএফসি (ওশেনিয়া) : নিউজিল্যান্ড
উয়েফা (ইউরোপ) : অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন, সুইজারল্যান্ড
মন্তব্য করুন