কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ
আচরণবিধি লঙ্ঘন

জাপার ফিরোজ রশীদের ব্যাখ্যা চেয়েছে ইসি

ঢাকা-৬ আসনের জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী ফিরোজ রশীদ। ছবি : সংগৃহীত
ঢাকা-৬ আসনের জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী ফিরোজ রশীদ। ছবি : সংগৃহীত

ঢাকা-৬ আসনের জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী ফিরোজ রশীদ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ব্যাখ্যা চেয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

নির্বাচনী এলাকা-১৭৯, ঢাকা-৬ আসনের নির্বাচনী অনুসন্ধানীর কমিটির কর্মকর্তা মোহাম্মদ ওয়ায়েজ আল করুনী বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এই আদেশ দিয়েছেন। তাকে শুক্রবার (১ ডিসেম্বর) অনসুন্ধান কমিটির কাছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণ লিখিত আকারে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আদেশে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে কাজী ফিরোজ রশীদ নির্বাচনী ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন ফরম জমা দিতে আসেন। এ সময় আচরণবিধি লঙ্ঘন করে প্রায় ১০০ জনের একটি মিছিল নিয়ে আসনে তিনি।

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রবেশদ্বার থেকে লাঙলের মিছিল নিয়ে ভেতরে আসেন কাজী ফিরোজ। এ সময় নেতাকর্মীরা এবং সমর্থকরা তার নামে বিভিন্ন স্লোগান দিতে দিতে ভিতরে আসেন।

এ ছাড়া ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রধান ফটকে এসেও কাজী ফিরোজ সমর্থকরা হাত তালি ও বিভিন্ন স্লোগান দিতে দিতে ভবনের ভেতরে প্রবেশ করেন। কর্মী সমর্থকদের এমন ভিড় দেখে প্রধান ফটক থেকে রাপত্তারক্ষীরাও পিছু হটতে বাধ্য হন।

আরও বলা হয়, উপরূপ কার্যের মাধ্যমে এই পর্যায়ে আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থির আচরণ বিধিমালা ২০০৮ এর ৮ (খ) ও ১২ ধারার বিধান লঙ্ঘন করেছেন মর্মে প্রতীয়মান হচ্ছে।

জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধিমালায় বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা এর মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি। সে হিসাবে ১৫ ডিসেম্বরের আগে কেউই নির্বাচনী প্রচার চালাতে পারবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুমার খুতবার সময় কি মোবাইল ব্যবহার করা যাবে?

দুপুরের মধ্যে ৭ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

ফুটবল বিশ্বকাপের জন্য স্বেচ্ছাসেবী নিয়োগ দিচ্ছে ফিফা, যেভাবে করবেন আবেদন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিবের যোগদান

লিড প্লাটিনাম সনদ পেল ওয়ালটন

ইরানের বিরুদ্ধে ব্রিটিশ নিষেধাজ্ঞা

মসজিদে হারাম ও নববিতে আজ জুমা পড়াবেন যারা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথম সামরিক মহড়ায় ইরান

যুক্তরাষ্ট্রের জন্য নতুন ফাঁদ তৈরি করছে উত্তর কোরিয়া

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১০

২২ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

চাঁদাবাজির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

১২

শুক্রবারে মারা গেলে কি কবরের আজাব মাফ হয়?

১৩

বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৪

২২ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১৫

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারও দুর্ঘটনা, নিহত আরও ৩

১৭

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮ শতাংশ মার্কিনি : রয়টার্স

১৮

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানালেন ফুটবলাররা

১৯

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

২০
X