আচরণবিধি লঙ্ঘন করে মনোনয়ন ফরম জমা দিলেন ঢাকা-৬ আসনের জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ। নেতাকর্মী এবং সমর্থকদের সঙ্গে শোডাউন করে মনোনয়ন জমা দেন তিনি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে কাজী ফিরোজ রশীদ নির্বাচনী ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন ফরম জমা দিতে আসেন। এ সময় আচরণবিধি লংঘন করে প্রায় ১০০ জনের একটি মিছিল নিয়ে আসনে তিনি।
ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রবেশদ্বার থেকে লাঙলের মিছিল নিয়ে ভেতরে আসেন কাজী ফিরোজ। এ সময় নেতাকর্মীরা এবং সমর্থকরা তার নামে বিভিন্ন স্লোগান দিতে দিতে ভিতরে আসেন।
এ ছাড়া ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রধান ফটকে এসেও কাজী ফিরোজ সমর্থকরা হাত তালি ও বিভিন্ন স্লোগান দিতে দিতে ভবনের ভেতরে প্রবেশ করেন। কর্মী সমর্থকদের এমন ভিড় দেখে প্রধান ফটক থেকে রাপত্তারক্ষীরাও পিছু হটতে বাধ্য হন।
উল্লেখ, নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ ৫ জনকে সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম জমা দিতে আসবেন। এক্ষেত্রে কোনো ধরণের মিছিল কিংবা শোডাউন করা যাবে না।
মন্তব্য করুন