

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ আসনের নৌকার প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। তিনি সংসদীয় এলাকা শরণখোলা ও মোরেলগঞ্জে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে শরণখোলায় এবং দুপুরে মোরেলগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তার কাছে পৃথক পৃথকভাবে মনোয়নয়পত্র জমা দেন তিনি।
দুই উপজেলায় মনোনয়ন জমাদানকালে উপস্থিতি ছিলেন বর্তমান সংসদ সদস্য আমিরুল আলম মিলন ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আলী আকবর।
এসময় আরও উপস্থিত ছিলেন- ডা. এস এম মোশারফ হোসেন, নির্বাহী সদস্য এম সাউফুল ইসলাম খোকন, অধ্যাপক মাহফিজুর রহমান, মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ ই আলম বাচ্চু, শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যাস রায়হান উদ্দিন শান্ত, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, দলের দুই সাধারণ সম্পাদক যথাক্রমে এমদাদুল হক ও আসাদুজ্জামান মিলন।
মন্তব্য করুন