নির্বাচন পরিচালনা কমিটির সভা করেছে ১৪ দলের অন্যতম শরিক গণতন্ত্রী পার্টি। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দলের কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহীদুল্লাহ্ সিকদারের সভাপতিত্বে নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে বেশিরভাগ সদস্য অংশ নেন।
সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে গণতন্ত্রী পার্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করার ব্যাপারে আন্তরিক। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামী দিনের সরকার দেশের গরিব মেহনতী মানুষের প্রত্যাশিত শোষণহীন উন্নত সমৃদ্ধ ও লুটতরাজ মুক্ত সৎ মানুষের বাংলাদেশ নির্মাণে অঙ্গীকারবদ্ধ থাকবে বলে আমাদের প্রত্যাশা।
সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সারওয়ার ই দীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলন, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মদ, খায়রুল আলম, অ্যাডভোকেট ফুয়াদ হোসেন, সম্পাদক মণ্ডলীর সদস্য শফি রেজা নূর মজুমদার, হরিপ্রসাদ মিত্র, মিরাজুল ইসলাম জামান, মো. কামরুল ইসলাম, মো. আশরাফ আলী, সাইফুল ইসলাম খান প্রমুখ।
মন্তব্য করুন