ভারত-পাকিস্তান বিরাজমান যোদ্ধাবস্থা পরিহার করে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছে গণতন্ত্রী পার্টি। বৃহস্পতিবার (৮ মে) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা শহীদুল্লাহ্ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এক যুক্ত বিবৃতিতে বলেন, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান উভয় দেশের মধ্যে টান টান উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিণতিতে ভারত সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছে, পাকিস্তান তার আকাশ সীমা ব্যবহার নিষিদ্ধ করেছে। বর্তমানে উভয় দেশ সীমান্ত এবং ব্যবসা বাণিজ্য বন্ধ করছে, কুটনৈতিক সম্পর্ক সর্ব নিম্ন পর্যায়ে নিয়ে এসেছে।
তারা বলেন, গত ০৬ মে গভীর রাত থেকে উভয় দেশ হামলা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ পুরোদমে যুদ্ধ শুরু হওয়া সময়ের ব্যাপার মাত্র। যুদ্ধ কোনো সময়ই সাধারণ মানুষের জীবনে কোনো কল্যাণ বয়ে আনে না। আজকের বিশ্বে যুদ্ধ দেশি-বিদেশি ধণিক গোষ্ঠী এবং সাম্রাজ্যবাদীরা তাদের শোষণ ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য যুদ্ধকে কুট কৌশল হিসাবে ব্যবসা করে মাত্র।
তারা আরও বলেন, যুদ্ধের কারণে যুদ্ধ রত দেশই শুধু নয় উপমহাদেশের সব জনগণ আজ আর্থ সামাজিক সংকটের মুখোমুখি হচ্ছে। চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম উর্ধমুখি, গ্যাস ও জ্বালানি সংকট সৃষ্টি হবে। শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব পড়বে।
শান্তিই যেহেতু মানুষের মুক্তির একমাত্র পথ সেহেতু এই অবস্থায় যুদ্ধ নয় শান্তির স্বপক্ষে জনমত গড়ে তোলার জন্য দেশবাসী সহ বিশ্বের সকল শান্তি প্রিয় মানুষের প্রতি এবং উভয় দেশের জনগণ ও সরকারের প্রতি গণতন্ত্রী পার্টির পক্ষ থেকে আহ্বান জানাই। সঙ্গে সঙ্গে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে কুটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে বিরোধীয় সমস্যার রাজনৈতিক স্থায়ী সমাধান খুঁজে বের করার জন্য গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জোর দাবি জানান তারা।
মন্তব্য করুন