আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যে নির্বাচন করছে এই নির্বাচন বানচাল করতে পারবে এমন কোনো শক্তি নেই।’
রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া শুভ্র সেন্টারে মানিকগঞ্জ সদর উপজেলা ও সাটুরিয়া উপজেলাসহ সদর পৌরসভার নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, বিএনপি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, তারা ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছিল। এখনো তারা ষড়যন্ত্র করছে, যাতে এই নির্বাচন সঠিকভাবে না হয়। সেদিকে আপনাদের সজাগ থাকতে হবে।
মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ এখন নির্বাচনমুখী, তারা শান্তি চায়, সমৃদ্ধি চায়, উন্নয়ন চায়, তারা ভোট দিতে চায়, তারা সন্ত্রাস চায় না, তারা অগ্নিসন্ত্রাস চায় না। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। বিএনপি-জামায়াত নির্বাচনে আসে নাই, আস্তে আস্তে তারা মানুষের মন থেকে ধুয়ে মুছে দূর হয়ে যাবে। তাদের আর অস্তিত্ব বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না।
এ সময় মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেনের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন