দেশের বঞ্চিত ও শোষিত জনগণ অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করবে দাবি করে যুগপতের শরিক বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) মহাসচিব মো. আব্দুল কাদের বলেছেন, এই আন্দোলনের মধ্য দিয়েই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটবে।
৭ জানুয়ারির ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক, পুরানা পল্টন মোড় ও আশপাশের এলাকায় গণসংযোগ এবং লিফলেট বিতরণকালে তিনি এ দাবি করেন। গণফোরাম (মন্টু) ও বিপিপির যৌথ উদ্যোগে এই কর্মসূচি হয়।
আব্দুল কাদের আরও বলেন, এই সরকার আমাদের গণতন্ত্র, সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবাদপত্রের স্বাধীনতা, জনগণের ভাত ও ভোটের অধিকার ধ্বংস করেছে। ভুয়া মামলা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে, সাজা দেওয়া হচ্ছে। সরকারের এক মন্ত্রী বলেছেন, বিএনপি নির্বাচনে এলে তাদের সকল নেতাকর্মীকে এক রাতের মধ্যে মুক্ত করে দিতেন। এতেই প্রমাণিত হয়, নীলনকশার নির্বাচন করার জন্য সরকার অন্যায়ভাবে বিরোধীদলের নেতাকর্মীর বিরুদ্ধে ভুয়া মামলা দিচ্ছে। যে তাদের কথায় রাজি হবে তাকে মুক্তি দিবে আর যে রাজি হবে না তাকে কারাগারে থাকতে হবে। তবে সরকারের জানা উচিত, এভাবে নির্বাচন করা যাবে না। জনগণ এবার দেশে কোনো একতরফা প্রহসনের নির্বাচন হতে দেবে না।
গণফোরামের তথ্য ও গণমাধ্যমবিষয়ক সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধুর সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন- গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী ও বিপিপির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী।
এ সময় উপস্থিত ছিলেন গণফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল উদ্দিন সুমন, আনোয়ার ইব্রাহিম, সোলায়মান অয়ন, সাইফুল ইসলাম, পিপলস পার্টির দপ্তর সম্পাদক মো. আনোয়ার মল্লিক, শ্রমবিষয়ক সম্পাদক মো. লিটন জোয়ার্দার প্রমুখ।
মন্তব্য করুন