জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলামের সমর্থকদের ওপর আওয়ামী লীগ প্রার্থী আব্দুল হাই এমপির সমর্থকদের হামলার ঘটনায় তদন্ত প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ঝিনাইদহের ডিসি ও এসপিকে এ নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
শুক্রবার (২২ ডিসেম্বর) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শাহজালাল এ সংক্রান্ত নির্দেশনা পাঠান।
নির্দেশনায় ঝিনাইদহের ডিসি ও এসপিকে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদের ঝিনাইদহ-১ নির্বাচনী এলাকার শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের রয়েড়া বাজারে ২১ ডিসেম্বর আনুমানিক সন্ধ্যা ৭টায় নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাইয়ের অনুসারীরা স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলামের সমর্থকদের ওপর ছড়াও হয়। এ সময় উমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লা ও তার পাঁচ কর্মী ও অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জন আহত হয়। এ ঘটনার ভিডিও, স্থিরচিত্র ও রিপোর্ট/সংবাদ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ অবস্থায় তদন্ত করে দ্রুত প্রতিবেদন পাঠানোর নির্দেশনা দেওয়া হলো।
এদিকে রাজশাহীর ডিসি ও এসপিকে পাঠানো পৃথক চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদের রাজশাহী-৬ নির্বাচনী এলাকার স্বতন্ত্র প্রার্থী রায়হানুল হকের ছোট ভাই মো. নাজির হোসেনকে ২১ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সমর্থকরা নৌকা প্রার্থীর অফিসের হামলার শিকার হয়। এ ঘটনার ভিডিও, স্থিরচিত্র ও রিপোর্ট/সংবাদ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ অবস্থায় ওই ঘটনার তদন্ত করে প্রতিবেদন পাঠাতে বলেছে ইসি।
এদিকে সাংবাদিকদের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুরের ঘটনায় কুমিল্লা আসনের এমপি ও আওয়ামী লীগ প্রার্থী আ.ক.ম বাহাউদ্দীন বাহারকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। তার বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নিতে সুপারিশ করা হবে না তা আগামীকাল জানাতে বলা হয়েছে।
মন্তব্য করুন