দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সপরিবারে ভোট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।
সোমবার (৭ জানুয়ারি) লক্ষ্মীপুর পৌরসভার লাহারকান্দি ১১নং ওয়ার্ডের লাহারকান্দি ফরিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।
ভোট দিয়ে ঢাবি উপাচার্য উপস্থিত সাংবাদিকদের বলেন, ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের দায়িত্ব। সে কারণে শত দায়িত্ব থাকা শর্তেও নাগরিক অধিকার পালনে ভোট দিতে এসেছি। একইসঙ্গে অন্যরাও যেন ভোট দিতে উদ্বুদ্ধ হয় এ জন্য নিজ কেন্দ্রে ভোট দিয়েছি।
তিনি বলেন, এ নির্বাচনে মানুষ ভোট কেন্দ্রে আসছে। তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছে। নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। দেশে ভোট দিয়েই সরকার পরিবর্তন করতে হয়। যারাই ক্ষমতায় আসবে, ভোটের মাধ্যমে আসতে হবে।
মন্তব্য করুন