শুক্র, শনি ও রোববার টানা তিন দিন ছুটি হওয়ায় এবারের জাতীয় নির্বাচনে ভোট পড়ার হার কিছুটা কম বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রোববার (৭ জানুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে আলোচনার পর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করতে ভোটের ফলাফল প্রকাশের আগেই রোববার বিকেলে নিজের নির্বাচনী এলাকায় সিলেট থেকে আকাশপথে রাজধানীতে ফেরেন পররাষ্ট্রমন্ত্রী।
এবারের নির্বাচন নিয়ে পশ্চিমা দেশগুলোর দৃষ্টিভঙ্গির প্রসঙ্গে ড. মোমেন বলেন, নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে পশ্চিমা দেশগুলো নয় বরং দেশের জনগণ নির্বাচনকে সমর্থন দিল কি না সেটিই বড় বিষয়। আমরা জনগণে বিশ্বাস করি, পশ্চিমা দেশের সমর্থনে বিশ্বাস করি না।
মার্কিন পর্যবেক্ষকদের প্রসঙ্গে তিনি বলেন, আমেরিকানরা সকালে একটা কেন্দ্রে গেছে। পরে জানলাম তারা সেখানে দেখতে গেছে কেউ ব্যালটে সিল মেরেছে কি না। এ সময় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, কেউ বলতে পারবে না নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করেছে।
নির্বাচনে অধিকাংশ আসনে আওয়ামী লীগের প্রার্থীদের জয়ের সম্ভাবনার প্রেক্ষিতে সংসদে বিরোধী দল কে হবে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী জানান, সে ব্যাপারে কিছুই জানেন না।
মন্তব্য করুন